38 C
Kolkata
Friday, May 17, 2024

পিসিমনিও বাঁচাতে পারবে না, পুলিশ সুপারকে হুঁশিয়ারি শুভেন্দুর, বিক্ষোভ কর্মসূচি তমলুকে

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়ে পুলিশ সুপারকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তমলুকে স্থানীয় পুলিশ সুপারের অফিসের সামনে গিয়ে অবস্থান-বিক্ষোভ করলেন শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি নেতা কর্মী। কর্মসূচির পুরোধা ছিলেন শুভেন্দু অধিকারি নিজে। একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখানোর জন্য তমলুকে পুলিশ সুপার এর অফিসের সামনে গিয়ে হাজির হয় বিজেপি নেতা কর্মীরা।

আরও পড়ুন -  হাওড়ায় বিজেপির পরিবর্তন যাত্রা

এছাড়াও উপস্থিত ছিলেন, ময়নার বিধায়ক অশোক দিন্দা, হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল, খেজুরির বিধায়ক সান্তনু প্রামানিক, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক ও বিজেপির কয়েকশো কর্মী এবং সমর্থক। পরবর্তী হিংসা ও বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা এবং ভুয়ো ভ্যাকসিন কান্ড সবকিছুর প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান – বিক্ষোভ করে ভারতীয় জনতা পার্টি। মন্তব্য করার পরেই সরাসরি পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা ভুলে যাবেন না আপনারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার। যদি আপনাদের কাশ্মীরের বারামুল্লা কিংবা অনন্তনাগে গিয়ে বদলি করে দেওয়া হয় তাহলে সামলাতে পারবেন তো? তখন কিন্তু চটিমনি, পিসিমনি কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এমন কোন কাজ করবেন না যাতে এই সমস্ত জায়গায় গিয়ে ডিউটি করতে হয়।”

আরও পড়ুন -  Tripura: বিজেপি চাঁদার জমানা ঘুচিয়েছে ত্রিপুরায়ঃ নরেন্দ্র মোদি

সমাবেশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, “যদি কাশ্মীরের বারামুল্লা কিংবা অনন্তনাগ এ বদলি হয়ে যান তাহলে পিসিমনিও আপনাদের বাঁচাতে পারবে না। রাজ্যের অশান্তি নিয়ে কোর্টে মামলা চলছে। একাধিক পুলিশকর্তার নাম রয়েছে সেই মামলায়। বেছে বেছে আমাদের নেতা-কর্মীদের মামলা দেওয়া হচ্ছে। এখনো সময় আছে সতর্ক হয়ে যান, নাহলে ভবিষ্যৎ পুরো অন্ধকার।”

আরও পড়ুন -  Nusrat Jahan: স্পষ্ট সুগভীর বক্ষবিভাজিকা বিকিনির ফাঁকে, কোথায় ছুটি কাটাচ্ছেন নুসরত!

Latest News

Cyclone News: ঘূর্ণিঝড় কি বাংলায় আসবে? কি বলছে মৌসম ভবন

Cyclone News: ঘূর্ণিঝড় কি বাংলায় আসবে? কি বলছে মৌসম ভবন।  এখন শোনা যাচ্ছে, একটি ঘূর্ণিঝড় নাকি আছড়ে পড়তে পারে বাংলায়।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img