খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত ও চিন নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতির পর্যালোচনা করতে সামরিক ও কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনা চালাচ্ছে। পিএলএ এবং ভারতীয় সেনাবাহিনী ভারতের চুশুল-এ ১৪ই জুলাই চতুর্থ পর্যায়ের বৈঠকে মিলিত হয়। দুই পক্ষের কম্যান্ডারদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে ভারত ও চিনের বিশেষ প্রতিনিধিরা ৫ই জুলাই আলোচনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলে সম্পূর্ণ স্থিতাবস্থা বজায় রাখার প্রশ্নে সহমতে পৌঁছন। ১৪ই জুলাইয়ের বৈঠকে পদস্থ কম্যান্ডাররা প্রথম পর্যায়ের আলোচনা অনুযায়ী কাজ কতটা হয়েছে সেই নিয়ে পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট এলাকা থেকে সম্পূর্ণ সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষই অঙ্গীকারবদ্ধ। পুরো প্রক্রিয়াটি কঠোর নজরদারি এবং যাচাইয়ের মাধ্যমে করা হচ্ছে। এ বিষয়ে নিয়মিত কূটনৈতিক ও সামরিক স্তরে আলাপ-আলোচনা চলছে। সূত্র – পিআইবি।