স্বয়ম্বর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

স্বয়ম্বর

বনসাই সাজাতে জড়ো হয় অবাঞ্ছিত
বোবাকান্না বেরোতে চাইলেই
ঘিরে ধরে আইন-আগুন খেলা

চাঁদ প্রতিরাতে ঘরে উঁকি দিলেই
বারান্দার বাগানে শুরু হয় ফিসফাস
বাকলের আগল খুলে সর্বনাশী স্পর্শ

আরও পড়ুন -  টেনশন গেল ৭০ দিনের জন্য, Airtel-এর রিচার্জের মেয়াদ বাড়িয়েছে

আদর হাতড়ে অতীত খুঁজতেই
বেজে ওঠে সহস্র বিউগ্যল
গান স্যালুটে গর্জে ওঠে সংবর্ধনা

কবিতা
জন্মের নির্বাসন দিলে
অহল্যাস্বপ্ন ফেরি করুক শঙ্কিত স্বয়ম্বর।।

জারা সোমা। লেখিকা।

বারাসাত নিবাসী, কর্মক্ষেত্র সামলে সখে লেখালেখি করি, পড়তে ভালোবাসি এবং ভালো লাগে নতুন মানুষের সঙ্গে আলাপ করতে, মনে করি জীবনের শেষদিন পর্যন্ত মানুষ শেখে,
আমার ভেটেরিনারি চেম্বার আছে যার একটা চ্যারিটি উইংগস আছে
রয়েছে বুটিক অপরূপা নারী।
যেখানের লভ্যাংশ খরচ করা হয় সমাজে পিছিয়ে পড়া মেয়েদের জন্য।
যদিও আমি মনেপ্রাণে বিশ্বাস করি, সাহায্যের ডান হাতের খবর বাম হাতকেও জানতে দিতে নেই।

আরও পড়ুন -  China: জাতিসংঘের আহ্বান, চীনে বিক্ষোভকারীদের আটক না করার