অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী

Published By: Khabar India Online | Published On:

  সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ     ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী। মহদীপুর এলাকায় এদিন এই সকল অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সুতার, পুলিশ অফিসার অভিজিৎ ভৌমিক, ভূপতি মন্ডল সহ অন্যান্যরা। এই বিষয়ে তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ জানান, বর্তমানে এই রাজ্যের মানুষ করোনা মহামারীর মুখোমুখি। এইরকম পরিস্থিতিতে অসহায় পরিবারগুলি সংকটের মুখে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত এক করে এসকল অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। তারই নির্দেশমতো আজ ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী।

আরও পড়ুন -  Weather Update: আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা! ভিজবে কলকাতাও