33 C
Kolkata
Monday, May 20, 2024

১৭০ রানে অলআউট ভারত, জয়ের পথে নিউজিল্যান্ড

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ১৭০ রানে সমাপ্ত হল টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। গতকাল ২য় ইনিংসে ভারতের স্কোর ছিল ৬৪/২। ২য় ইনিংসের শুরুটা জোরদার করতে ব্যর্থ হন ভারতের ওপেনাররা। মাত্র ৮ রানে টিম সাউদির বলে LBW হন গিল। ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। তিনিও সাউদির বলে LBW হন। লিড ছিল মাত্র ৩২ রানের। অন্তিম দিনের প্রথম সেশনেই উইকেট হারান অধিনায়ক কোহলি। ১৫ রান করে কাইল জেমিসনের বলে ক্যাচ আউট হন তিনি। ঠিক তার পরের ওভারেই জেমিসনের শিকার পূজারা। ঝুলিতে ছিল মাত্র ১৫ রান। কাইল জেমিসন জোড়া উইকেট নিয়ে ভারতেকে বড়সড় ঝটকা দেন।

আরও পড়ুন -  Aadhaar Card: কি কি করতে পারবেন পরিবর্তন অনলাইনে আধার কার্ডে, অফলাইনেই হবে কি আপডেট? বিস্তারিত জানুন

৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর তখন ৭২। এরপর দলকে টানছিলেন ঋষভ পন্থ এবং রাহানে। দুজনে স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করেন। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ তুলে ফিরে যান রাহানে (১৫)। এর মধ্যেই পন্থ জীবন দান পেয়ে গিয়েছেন লাঞ্চ ব্রেকের আগেই। তাও আবার জেমিসনের বলেই। ১৬ রান করে নিল ওয়াগনারের বলে ক্যাচ আউট হন জাডেজা। এর পরই পন্থ উইকেট হারান। ৪১ রান করে ট্রেন্ট বোল্টের বলে নিকোলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পন্থ। অশ্বিন ও সামি যথাক্রমে ৭ ও ১৩ রান করেন।

আরও পড়ুন -  WTC Final 2023: ভারতের শক্তিশালী স্কোয়াড WTC Final-এর জন্য, জাতীয় দলে প্রত্যাবর্তন রাহানের

ভারতীয় ব্যাটিং লাইন আপকে তুর্কি নাচন নাচিয়েছেন কিউয়ি বোলাররা। একবার নয় দুইবারই কোহলির উইকেট নেন কাইল জেমিসন। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেন টিম সাউদি (৪)। কাইল জেমিসন ২টি, ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট পান। নিল ওয়াগনার নেন ১টি উইকেট। এবার টিম ইন্ডিয়া কি রকম বল করে দেখার বিষয়।

আরও পড়ুন -  Horoscope: ২৩শে জুলাই, রাশিফল কি বলছে ?

Latest News

Bhojpuri: অক্ষরা সিংয়ের বাহুতে চুম্বনে ভরিয়ে দিলেন নিরহুয়া, ভিডিওটি ভাইরালের পথে ইন্টারনেট দুনিয়ায়

Bhojpuri: অক্ষরা সিংয়ের বাহুতে চুম্বনে ভরিয়ে দিলেন নিরহুয়া, ভিডিওটি ভাইরালের পথে ইন্টারনেট দুনিয়ায়। ভোজপুরী সিনেমা: এক ঝলকঃ ভোজপুরী সিনেমা হল ভারতের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img