তোমাকে বলছি সময়

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ 

 

তোমাকে বলছি সময়

বিষন্নতার ভার জমেছে এই পৃথিবীর গভীর ভিতে
বন্দী হয়েছে সে আজ অসুখ নামের কানাগলিতে;
সামনে ও পিছে, ডাইনে ও বামে
যেখানে এগোয় সেখানেই থামে,
চারিদিকে দেওয়াল- এতো দেওয়াল ছিল পৃথিবীতে?

আরও পড়ুন -  Road Accident: কুলটিতে পথদুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরবাইক আরোহী

অসুখের গায়ে ছিলনা এমন ঘৃণা ভয় ব্যবধান লেখা-
স্পর্শকাতরতা হঠাৎ শব্দকোষের লুপ্তপ্রায় শব্দরেখা।
অন্ধকার ঘনাচ্ছে এমন অহর্নিশ
ভালোবাসাতেও সংক্রামিত বিষ,
অসুখ, এ’তোমার কেমন অসুখ, আরোগ্য যায়না দেখা?

অমরত্ব চায়নি মানুষ, চেয়েছে শুধু সে নিরাপদ ঘর
যেখানে ঘন বর্ষা আর রোদ্দুরে ভাসাভাসি চরাচর।
বিশল্যকরণীর খোঁজ পায়নি পৃথিবী
বিপন্নতার শরীরে বিচ্ছেদ পরজীবী
সময় তুমি ঝাপসা কাচ, নতুন জন্ম জন্মাতে হও তৎপর।

আরও পড়ুন -  শূন্য বলয়
মৌলি বণিক। লেখিকা

     লেখিকা, বাচিক শিল্পী, সঞ্চালিকা।
লেখালিখি তে যুক্ত দীর্ঘদিন। বহু পুস্তক ও পত্রিকায় সম্পাদনা য় যুক্ত। বাংলাদেশ        থেকেও প্রকাশিত ও সম্পাদিত হয়েছে কাব্য গ্রন্থ।
আবৃত্তি, শ্রুতি নাটক ও সঞ্চালনা করি বহু মঞ্চ অনুষ্ঠান ও অনলাইন অনুষ্ঠান।

আরও পড়ুন -  অস্তিত্ব