খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ করোনার করালগ্রাসে যখন সারা পৃথিবী জুড়ে ত্রাহি ত্রাহি রব, তখন তার প্রভাব পড়েছে সারা বিশ্বের ক্রীড়াক্ষেত্রেও। ফুটবলও তার প্রকোপ থেকে বাঁচেনি। ফলে সেই সময় বাধ্য হয়েই স্থগিত করতে হয় দক্ষিণ আমেরিকার সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা।
তবে করোনা পরবর্তীতে এবার মাঠে ফিরছে এই প্রতিযোগিতা। ১৩ জুন থেকে শুরু হয়েছে কোপা আমেরিকা। আর প্রথম ম্যাচে ব্রাজিল ভেনেজুয়েলাকে ৩-০ গোলে পরাজিত করলেও চিলির সাথে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। জেনে নিন বাকি২০২১ সালে কোপা আমেরিকা ম্যাচের সময়সূচি।
১৪ জুন, সোমবার গ্রুপ এ ব্রাজিল ৩-০ ভেনেজুয়েলা মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া
১৪ জুন, সোমবার গ্রুপ এ কলম্বিয়া-ইকুয়েডর অ্যারেনা পানতানাল, কুইয়াবা
১৫ জুন, মঙ্গলবার গ্রুপ বি আর্জেন্টিনা-চিলি নিল্টন সান্তোস, রিও ডি জেনেরিও
১৫ জুন, মঙ্গলবার গ্রুপ বি প্যারাগুয়ে-বলিভিয়া অলিম্পিকো, গোইয়ানিয়া
১৮ জুন, শুক্রবার গ্রুপ এ কলম্বিয়া-ভেনেজুয়েলা অলিম্পিকো, গোইয়ানিয়া
১৮ জুন, শুক্রবার গ্রুপ এ ব্রাজিল-পেরু নিল্টন সান্তোস, রিও ডি জেনেরিও
১৯ জুন, শনিবার গ্রুপ বি চিলি-বলিভিয়া অ্যারেনা পানতানাল, কুইয়াবা
১৯ জুন, শনিবার গ্রুপ বি আর্জেন্টিনা-উরুগুয়ে মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া
২১ জুন, সোমবার গ্রুপ এ ভেনেজুয়েলা-ইকুয়েডর নিল্টন সান্তোস, রিও ডি জেনেরিও
২১ জুন, সোমবার গ্রুপ এ কলম্বিয়া-পেরু অলিম্পিকো, গোইয়ানিয়া
২২ জুন, মঙ্গলবার গ্রুপ বি উরুগুয়ে-চিলি অ্যারেনা পানতানাল, কুইয়াবা
২২ জুন, মঙ্গলবার গ্রুপ বি আর্জেন্টিনা-প্যারাগুয়ে মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া
২৪ জুন, বৃহস্পতিবার গ্রুপ এ ইকুয়েডর -পেরু অলিম্পিকো, গোইয়ানিয়া
২৪ জুন, বৃহস্পতিবার গ্রুপ এ ব্রাজিল-কলম্বিয়া নিল্টন সান্তোস, রিও ডি জেনেরিও
২৫ জুন, শুক্রবার গ্রুপ বি বলিভিয়া-উরুগুয়ে অ্যারেনা পানতানাল, কুইয়াবা
২৫ জুন, শুক্রবার গ্রুপ বি চিলি-প্যারাগুয়ে মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া
২৮ জুন, সোমবার গ্রুপ এ ব্রাজিল-ইকুয়েডর অলিম্পিকো, গোইয়ানিয়া
২৮ জুন, সোমবার গ্রুপ এ ভেনেজুয়েলা-পেরু মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া
২৯ জুন, মঙ্গলবার গ্রুপ বি উরুগুয়ে-প্যারাগুয়ে নিল্টন সান্তোস, রিও ডি জেনেরিও
২৯ জুন, মঙ্গলবার গ্রুপ বি বলিভিয়া-আর্জেন্টিনা অ্যারেনা পানতানাল, কুইয়াবা
কোয়ার্টার-ফাইনাল
০৩ জুলাই, শনিবার বি২-এ৩ অলিম্পিকো, গোইয়ানিয়া
০৩ জুলাই, শনিবার বি১-এ৪ নিল্টন সান্তোস, রিও ডি জেনেরিও
০৪ জুলাই, রোববার এ২-বি৩ মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া
০৪ জুলাই, রোববার এ১-বি৪ অলিম্পিকো, গোইয়ানিয়া
সেমি-ফাইনাল
০৬ জুলাই, মঙ্গলবার কোয়ার্টার-ফাইনাল ১ – কোয়ার্টার-ফাইনাল ২ নিল্টন সান্তোস, রিও ডি জেনেরিও
০৭ জুলাই, বুধবার কোয়ার্টার-ফাইনাল ৩ – কোয়ার্টার-ফাইনাল ৪ মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১০ জুলাই, শনিবার সেমি-ফাইনালে পরাজিত দল ২ – পরাজিত দল ১ মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া
ফাইনাল
১১ জুলাই, রোববার সেমিফাইনালে জয়ী ১ – সেমিফাইনালে জয়ী ২ মারাকানা, রিও ডি জেনেরিও