কেদারনাথ ধামের উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেদারনাথ ধামে যে উন্নয়নমূলক কাজকর্ম চলছে সেগুলির পর্যালোচনা করেছেন। এই ধামের মহিমা বাড়াতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

আলোচনার মূল বিষয় ছিল কেদারনাথ মন্দির ও জগৎগুরু আদি শঙ্করাচার্যের সমাধি স্থলের পবিত্রতা বৃদ্ধির নানা উদ্যোগ, এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। গৌরীকুন্ড থেকে কেদারনাথ যাওয়ার রাস্তায় পর্যটকরা যাতে সব রকম সুযোগ-সুবিধা পান এবং প্রযুক্তির মাধ্যমে এই তীর্থযাত্রার ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরার উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সূত্র – পিআইবি। / ছবি – সংগৃহীত।