বৃষ্টি পেল না ভুঁইলতা

Published By: Khabar India Online | Published On:

বৃষ্টি পেল না ভুঁইলতা

খুকু ভূঞ্যা। লেখিকা।

খুকু ভূঞ্যা

আকাশ কাঁদতে শুরু করলে মনে হয় গৃহহীন হয়ে পড়ছে অসংখ্য জীবন

বহুকালের একটা চেনা ছবি
খড়ের চাল গড়িয়ে বৃষ্টি পড়ছে
বেড়ার ফাঁক দিয়ে নরম আঙুল ধরছে ফোঁটা ফোঁটা জল
ভেতরে মায়ের চোখে উতরে পড়ছে তরল আগুন
চাপা দুঃখ, গোপন কলহ পুড়তে থাকে জ্বলন্ত আঁচে

আরও পড়ুন -  Venezuela Gold Mine: স্বর্ণখনিতে ১২ জনের মৃত্যু শ্বাসরুদ্ধ হয়ে, ভেনেজুয়েলায়

ছবিটার কংকাল হাড়ে যতবার ছড়াতে চেয়েছি কেতকী ফুলের ঘ্রাণ
মেঘ নিকায়নি আকাশ
প্লাবন বয়ে আনা অঝোর যোগ সিঁদুর সোহাগ ভালোবাসার দাগ ধুতে ধুতে
অন্তহীন খেদের মাঝে, নির্বাক ঋতু
ভাসিয়ে নিয়ে গেল খড়কুটো আশা প্রত্যাশা স্বপ্ন,
জল জল মুখের ওপর নুইয়ে পড়ে শিকড়হীন বৃক্ষের ছায়া, রেখা

আরও পড়ুন -  Weather Update: আসছে ঘূর্ণিঝড় রিমাল! জারি লাল সতর্কতা

বৃষ্টি পেল না ভুঁইলতা–