গোপন

Published By: Khabar India Online | Published On:

গোপন

জারা সোমা     

১|

জারা সোমা। লেখিকা।

একটা গোপন অসুখের মতো
বসে আছো আমার ভেতর।
২|

হৃদয় থেকে ঝরে যাচ্ছে শুঁয়োপোকা
সারারাত লোমশ ক্লান্তি শেষে।
৩|

ঝিমোনো সকালের সবটা গিলে নেপথ্যে
গুটিসুটি মেরে সোফায় বসে পাংশুটে সূর্য।
৪|

আরও পড়ুন -  তোমাকে বলছি সময়

সম্পর্ক ঢেকে যাচ্ছে কালো মেঘে
বাজ পড়লেই পুড়ে যাবে ঠোঁট।
৫|

তুমি যে রাতে বলতে চাইছো ভালোবাসি
তখনই একটা পেঁচা খুবলে খাচ্ছে সিগারেট।
৬|

নিকোটিন গিলছে সকল সত্তা
এত পোড়া- ধোঁয়াশা নিয়ে কোথায় যাব!
৭|

আরও পড়ুন -  Special Train: মহা ধুমধাম পুরীতে, রথযাত্রা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ

হে কাব্য চন্ডাল জেগে ওঠো ঘুম থেকে
মাতাল কলম লিখে যাক অমোঘ।
৮|

তোমার টিয়া ঠোঁট তুলে নিচ্ছে সঠিক কার্ড
ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে ব্রহ্মান্ড দেখাবে বলে।

৯|

কবিতা আসলে কেউ লেখেনা অস্থিরতা বাধ্য করে
প্রেমিকের দৃষ্টি নিয়ে ফিরে এসো বরপুত্র।

আরও পড়ুন -  কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে বিজেপি, তৃণমূল সদস্য রবিবার সন্ধ্যায় যোগদান করলেন বিজেপি তে

১০|

তোমার সমস্ত শিরা উপশিরা দুষিত দুঃখ
শেষ হোক পয়োধর-মাতাল যাপন বিন্যাস।

১১|

ফুলে ফেঁপে ওঠা বিগতকাল
বৃষ্টি গুঁড়িয়ে দেবে আমাদের মাঝের সেতু।

১২|

জেগে ওঠো,জেগো ওঠো,জেগে ওঠো
সেরে যাক পোড়া ঠোঁটের যাবতীয় অসুখ।