খুলে গেল বই পাড়ার বইয়ের দোকান, ১লা জুন মঙ্গলবার থেকে ১২টা – ৩টা পর্যন্ত

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে ১লা জুন, ২০২১, মঙ্গলবার থেকে বইয়ের দোকান বেলা ১২টা থেকে বৈকাল ৩টা পর্যন্ত বইয়ের দোকান খোলা রাখতে পারবে কোভিড – ১৯ আদেশ মেনে। পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড-এর সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে ও সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় জানালেন।

আরও পড়ুন -  Post Office Rules: নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার, পোস্ট অফিসের সেভিংস প্রকল্প নিয়ে, ক্লেম করার কত দিনের মধ্যে পাবেন টাকা?