মহিশীলা বাজারে দেখা গেল কোন সচেতনা বা স্বাস্থ্য বিধি ছাড়াই চলছে বিকিকিনি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ করোনা আবহে পশ্চিম বর্ধমান জেলাই তিনটি এলাকায় কনটেন্টমেন্ট জন ঘোষনা করেছে জেলা প্রশাসন।এমতাবস্থায় আসানসোলের মহিশীলা বাজারে দেখা গেল কোন সচেতনা বা স্বাস্থ্য বিধি ছাড়াই চলছে বিকিকিনি।ক্রেতা বা বিক্রেতা , তাদের বেশির ভাগ মানুষই মাক্স ছাড়াই বের হয়েছেন বাজার করতে। বাজারেও ভিড় রয়েছে যথেষ্ট ।ফলে স্বাস্থ্য বিধির একপ্রকার কোন তোয়াক্কা না করেই কেনা কাটা করছে সকলে। এখন দেখার করোনা আবহে বাইরে বের হতে কতটা স্বাস্থ্য বিধি মানছে মানুষ ।বাজারে ক্রেতাদের প্রশ্ন করতে গেলে মাস্ক পড়োনি কেন ? উত্তর ১০০ টাকার নোট দিয়ে নাক মুখ বন্ধ করে খিল্লি উড়াতে দেখা যায়।

আরও পড়ুন -  Kajol-Nysa: কাজল মুখ খুললেন মেয়ে নায়শার বলিউড ডেবিউ নিয়ে