আবার প্রমাণ করলো নব বারাকপুর পুরসভা, মানুষের পাশে থাকার ‘ মা ‘ ক্যান্টিন চালু করে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ   আবার প্রমাণ করলো নব বারাকপুর পুরসভা মানুষের পাশে থাকার ‘ মা ‘ ক্যান্টিন চালু করে। এখন বহু মানুষ কাজ হারিয়েছেন করোনার জন্য। বহু মানুষের কাজ নেই। তাই সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে এই সময়ে। এই সব মানুষদের কথা ভেবে নব বারাকপুর পুরসভা চালু করেছেন ‘ মা ‘ ক্যান্টিন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য এই ক্যান্টিন উদ্বোধন করেন। তিনি বলেন, আমরা সব সময় মানুষের পাশে থাকি। তাদের বিপদে সময়ে হাত বাড়াই।

আরও পড়ুন -  Job: চাকরির সুযোগ, কেন্দ্রীয় সরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে, আবেদন করুন

এই বিপদের সময় যেন কেও অনাহারে না থাকেন। পুরসভার প্রশাসনিক মন্ডলীর অন্যতম সদস্য প্রবীর সাহা বলেন, দুঃস্থ ও গরীব মানুষের হাতে মাত্র পাঁচ টাকার বিনিময়ে খাবারে প্যাকেট তুলে দেওয়া হবে প্রতিদিন। তার মধ্যে থাকবে ভাত, ডাল, সবজি ও ডিম। এখন প্রায় তিনশো জন পাবেন এই খাবার, আস্তে আস্তে এটা বাড়বে। প্রতিদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত কুপন দেওয়া হবে কৃষ্টি প্রেক্ষাগৃহের কাউন্টার থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ সৌগত রায়, মুখ্য প্রশাসক তৃপ্তি মজুমদার, নির্মিকা বাগচি, সুমন দে, মনোজ সরকার, ডাক্তার পঙ্কজ অধিকারী ও মিহির দে সহ অনেকে।

আরও পড়ুন -  7th Pay Commission: কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন বাড়তে চলেছে, বর্ধিত DA পাবেন কর্মচারীরা এই দিন থেকে