অন্তত একটু কাঁদতে দাও
খুকু ভূঞ্যা
আলোর পাখিটি শুনতে চায়না মৃত্যুগান
হাত ধরে নিয়ে যায় নক্ষত্রের দেশে
কান যা শুনছে, চোখ যা দেখছে,মন যা উপলব্ধি করছে
সবকিছু ছাপিয়ে যায় তার দীপ্ত চোখের দিকে তাকালে
পাতা নড়ছে, ভোরের বাতাসে শান্ত শরীর, তাকাতে পারছি মাঠের দিকে, চোখে মহাকাল
চাইছি তোমাকে একটুকরোও অন্ধকার দেব না
লু বাতাস অথবা পোড়া ঠোঁটের পান্ডুলিপি
ছায়া পাতা মনের ভেতর
চাঁদ সূর্য রেখে দুবেলা জানিয়ে আসি শুভেচ্ছা
বেড়ে গেছে অস্থিরতা
ফুল পাখি নক্ষত্রের বাগান পেরিয়ে চিতা দেখতে অভ্যাস করছি
বিধবা চোখ, শূন্য কোল শূন্য প্রেমিক প্রেমিকার সমাধিতে ঝরা ফুল
অশ্রু মোছাবার জন্য বাড়িয়ে দিও না আঙুল
অন্তত একটু কাঁদতে দাও পরের জন্য, নিবিড় অন্ধকারে