আইটেম ডান্সার হয়েই দিব্যি হিট অ্যান্ড হট রাখি, মেনে নিয়েছেন রাখি সাওয়ান্ত

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   যখন যা মাথায় আসে তাই করে ফেলেন, বলে ফেলেন। এই জন্য বারবার সমালোচিত হয়েছেন। মানুষ ভালোবেসে বিরক্ত হয়ে রাখির উপাধি দিয়েছেন ড্রামা কুইন ( drama queen)। পরিচালক ও প্রযোজকরা ভালোবেসে তার পরিচয় বানিয়েছেন আইটেম ডান্সার (item dancer)

আইটেম ডান্সার হয়েই দিব্যি হিট অ্যান্ড হট রাখি। এক সাক্ষাৎকারে রাখি অকপটে বলেন, যে ইন্ডাস্ট্রিতে সবাই মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পায় না। সকলের যোগ্যতা নিয়েও কথা বলেন তিনি। রাখির কথায়, সবার অভিনেত্রী হওয়ার যোগ্যতাও নেই। কেউ হিরোইন হয়, আবার কেউ বা আইটেম সং। কারও ভাগ্যে জোটে মা-বোনের রোল।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

রাখি নিজে যে মুহূর্তে বুঝতে পারেন যে তার হিরোইন হওয়ার যোগ্যতা নেই, সেই মুহূর্তেই আইটেম ডান্সকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। হাতে সবসময় দ্বিতীয় অপশন রেখেই রাখি এগিয়েছেন। এবং তার এই পরিচয় এবং পেশা নিয়ে একেবারেই অনুতপ্ত নন তিনি। সত্যকে সহজ ভাবে নিতে পেরেছেন তিনি।এছাড়াও, নিজের পেশা নিয়ে এক পুরোনো সাক্ষাৎকারে রাখি এও বলেছিলেন যে আইটেম গার্লকে কখনই আইটেম গার্ল বলা উচিত নয়। ওদের আইটেম বম্ব বলা উচিত। কারণ যে কোনও ছবিতেই আইটেম সং আদপে স্পেশ্যাল সং।

আরও পড়ুন -  বিজেপির বাঁকুড়া জেলা সহ-সভাপতি শ্যামল সরকার (বেনু) কে তৃণমূলের লোকজন মারধর করেছে বলে অভিযোগ

নিজের পেশা নিয়ে গর্বিত রাখি এও বলেন যে যখন নায়িকারা তাঁদের পারফরমেন্স দিয়ে দর্শকের মনোরঞ্জন করতে পারে না, তখন রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসে আইটেম ডান্সাররাই।

আরও পড়ুন -  Shamita Shetty: পর্ণকাণ্ডে জেলে জামাইবাবু, ট্রোলারদের মক্ষম জবাব দিলেন শ্যালিকা শমিতা শেট্টি