37 C
Kolkata
Friday, May 17, 2024

ওয়েব সিরিজে আসতে চলেছেন, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, শাহরুখের ‘রইস’ নায়িকা

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   পুলওয়ামা হামলার সময়ে ভারতে পাক শিল্পীদের কাজ করবার উপর সম্পূর্নরূপে নিষেধাজ্ঞা জারি হয়েছিল বলিউডে। এইবার ফের পাক শিল্পী স্থান করে নিলেন ভারতীয় সিনেমায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিরা জানান যে, আমার কাছে বহু ওয়েব সিরিজের অফার এসেছে এই সময়কালে। আমি জানি না কেউ আমার কথা বুঝবে কিনা, তবে সত্যি আমি ভীত ছিলাম। আমি ভয়ের জন্য আমি কাজ করিনি, মানে লোকে কী বলবে সেটা নিয়ে ভয় নয়, আমি বুঝতে পারিনি আমি সত্যি ওখানে (ভারতে) যেতে চাই কিনা। কিছু কিছু সিরিজের বিষয়বস্তু অসম্ভব ভালো ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Mahira Khan (@mahirahkhan)

করোনা আবহয়ে শিল্পীদের কাজে ভাটা চলছে। বহু সিনেমা ওয়েব সিরিজ হয়ে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। এবারে ওয়েব সিরিজের হাত ধরে আসতে চলেছেন পাক শিল্পী মাহিরা খান (Mahira Khan)। শাহরুখের ‘রইস’ নায়িকা মাহিরা আসতে চলেছেন ওয়েব সিরিজে। যদিও, ২০১৭ সালে রইস মুক্তি পেলেও, বিক্ষোভের জেরে ছবির প্রচারে ভারতে আসেননি মাহিরা। উল্লেখ্য, পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এর তরফে জারি লিখিতভাবে এই প্রতিবন্ধকতা আরোপ করা হয়। এরপর কোনো পাক শিল্পী ভারতে পা রাখেননি। কিন্তু, জি নেটওয়ার্কের সিরিজ ‘ইয়ার জুলাহে’-র হাত ধরেই ফের একবার ভারতীয় দর্শকদের সামনে স্বমহিমায় হাজির হন মাহিরা খান। গত ১৫ মে সম্প্রচারিত হয়েছে ‘ইয়ার জুলাহে’। জনপ্রিয় লেখক আহমেদ নদিম ওয়াসমি-র ‘গুড়িয়া’ গল্পটি পাঠ করেছেন মাহিরা।

আরও পড়ুন -  সংবিধান দিবস উদযাপন উপলক্ষে কেভাডিয়ায় আয়োজিত বিশেষ মাল্টি মিডিয়া প্রদর্শনী সাংসদ ও বিধায়কদের প্রশংসা পেয়েছে

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img