35 C
Kolkata
Monday, May 6, 2024

কেউ যাবেন রায়গঞ্জ, কেউ যাবেন শিলিগুড়ি, লকডাউনের জেরে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   দ্বিতীয় পর্যায়ের লকডাউনে বেশ কিছু নির্দেশিকা রাজ্য সরকারের। বন্ধ থাকবে সমস্ত ধরনের জনপরিবহণ। সকাল দশটার পরে ওষুধের দোকান এবং মিষ্টির দোকান ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে।

সরকারি এই নির্দেশিকা এবং লকডাউন সফল করতে দ্বিতীয় পর্যায়ের লকডাউনের প্রথম দিন রবিবার সকাল থেকেই রাস্তায় দেখা গেল পুলিশকে। সরকারি নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তায় বেড়ানোর অভিযোগে শহরের ফোয়ারা মোড় থেকে বেশ কয়েকটি টোটো আটক করে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন -  পুকুরে অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ !

তার পাশাপাশি দশটার পর ও দোকানপাট খোলা থাকায় তা বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে জনপরিবহন 30 শে মে পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

আরও পড়ুন -  Web Series: খুব সাহসী ওয়েব সিরিজ উল্লুতে রিলিজ হয়েছে, একদম বাচ্চাদের সামনে দেখবেন না

মালদা শহরের রথবাড়ি এলাকায় ধরা পড়লো সেই ছবি। সেখানে দেখা গেল কেউ যাবেন রায়গঞ্জ কেউ যাবেন শিলিগুড়ি। কিন্তু লকডাউনের জেরে রাস্তায় গাড়ি না থাকায় পায়ে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছেন তারা।

আরও পড়ুন -  Fairphone: ঝড় তোলা 'ফেয়ারফোন'র বিশেষত্ব কী!

Latest News

Web Series: মালিকের সাথে গোপন কুকীর্তি কাজের মেয়ের শরীরে মালিশ করার নামে, একদম একলা দেখবেন

Web Series: মালিকের সাথে গোপন কুকীর্তি কাজের মেয়ের শরীরে মালিশ করার নামে, একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img