জঙ্গলমহলের গর্ব, জ্যোৎস্না মান্ডি, আদিবাসী নেতা রবীনাথ মান্ডি বলেছেন

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ   তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দায়িত্ব বন্টনে স্থান পেল জ্যোৎস্না মান্ডি। এই মন্ত্রিসভায় বাঁকুড়া জেলার তথা জঙ্গলমহলের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য জ্যোৎস্না মান্ডি স্থান করে নিয়েছেন। তার এই সাফল্যে খুশি জেলাবাসী থেকে শুরু করে জঙ্গলমহলবাসি। জ্যোৎস্না মান্ডির এই সাফল্যে এলাকার আদিবাসী সম্প্রদায় উৎফুল্লিত। আদিবাসী নেতা রবীনাথ মান্ডি বলেন, আমাদের গর্ব জ্যোৎস্না মান্ডি। যেমন আজ আমাদের কাছে জঙ্গলমহলের গর্ব মৃত্যুঞ্জয় মুর্মু, তিনি আমাদের জেলার জেলা সভাধিপতি, তেমনি আমাদের কাছে জ্যোৎস্না মান্ডি একটি বিশেষ নাম। জ্যোৎস্না মান্ডি কে মন্ত্রিসভায় স্থান করে দেওয়ায় মা মাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন -  অভিষেকের গাড়ির উদ্দেশ্যে ইট ও লাঠি, ত্রিপুরায় ‘খেলা’ শুরু বিজেপির

অন্যদিকে রাজভবনে শপথ গ্রহণের পর নবান্নে মন্ত্রীদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয় তাতে জোৎস্না মান্ডি খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে কাজে যোগদান করেন। দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, দায়িত্ব অনেক বেড়ে গেল আমাকে দায়িত্ব দেওয়ায় আমি দিদির কাছে কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। এলাকা তথা রাজ্যের উন্নয়ন ঘটানোই হবে আমার মূলমন্ত্র। দিদির স্বপ্নকে সফল করতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব। খবরটি শপথ নেওয়ার দিনের।

আরও পড়ুন -  রবি কিশান আকাশের নীচে অঞ্জনা সিংকে আদরে ভরিয়ে দিলেন,সামনে এসেছে VIDEO