বালিপাচারের বিরুদ্ধে সরব কুলটির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ছেলে চন্দন আচার্য, অভিযোগ দায়ের হিরাপুর থানায়

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   বালিপাচারের বিরুদ্ধে সরব কুলটির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ছেলে চন্দন আচার্য, অভিযোগ দায়ের হিরাপুর থানায়।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে, কুলটি বিধানসভার ভালাডিয়া, পাটমহনা ও আলুঠিয়া সহ বেশ কিছু এলাকার উপর দিয়ে দামোদরের ঘাট থেকে অবৈধ বালি পাচার করা হয় বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে চন্দন আচার্যর নেত্বৃত্যে কয়েকজন গতকাল হিরাপুর থানায় অভিযোগ জানায়। এর পরে রাতে বালির অবৈধ কারবারিরা অভিযোগ জানাতে যাওয়া এক যুবকের উপর চড়াও হয়ে মারধর করে ও আগ্নেয়াস্ত্র দেখায় বলে অভিযোগ। ঘটনার পরে সোমবার হিরাপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনায় স্থানীয় বিজেপি নেত্বৃত্য যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন।
ঘটনায় বিজেপির পক্ষ থেকে স্থানীয় মন্ডল সভাপতি অমিত গোরায় অভিযোগ অস্বীকার করে বলেন, বালি ও কয়লার সাথে তাদের কেউ যুক্ত নয়। পাল্টা তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা বালি ও কয়লার সাথে যুক্ত।

আরও পড়ুন -  মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক, উপনির্বাচন নিয়ে তৃণমূলকে কি জানালো কমিশন ?