রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রণাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী, সোশ্যাল মিডিয়াতে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও। তবে এবার কোভিড পরিস্থিতিতে রাজ্যে জাঁকজমক সহকারে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে না। বরং ভারচুয়াল অনুষ্ঠানের উপর জোর দিয়েছে রাজ্য সরকার। এবার জৌলুসহীন বিশ্বভারতী, রবীন্দ্রভারতী এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবি স্মরণের অনুষ্ঠান।

টুইটারে বাংলায় মোদি লেখেন, “রবীন্দ্রজয়ন্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার প্রণাম। প্রার্থনা করি, তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে তাঁর আদর্শ আমাদের উৎসাহ ও শক্তি প্রদান করবে।” ফেসবুক, টুইটারেও শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ… বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি।” তবে কোভিড পরিস্থিতিতে জৌলুসহীন এবারের ২৫ বৈশাখ।

জোড়াসাঁকোর প্রভাতী অনুষ্ঠান বাতিল হয়েছে। প্রতি বছর এই দিনটিতে জোড়াসাঁকোর প্রভাতী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবৃত্তি, তাঁর লেখা পাঠের মাধ্যমে প্রভাতী অনুষ্ঠান হয়ে থাকে। প্রচুর মানুষ সেই অনুষ্ঠান দেখতে আসেন। অনেকে আবার কবিগুরুর জন্মকক্ষে গিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপনও করেন। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির দুয়ার খোলা থাকে সাধারণ মানুষের জন্য। তাঁরা ঘুরে দেখতে পারেন প্রদর্শনশালাও। তবে এবার পরিস্থিতি অন্যরকম। মহামারী আবহে বাতিল হয়েছে অনুষ্ঠান।

আরও পড়ুন -  নিরহুয়া আর নিজেকে সামলাতে পারলেন না মোনালিসাকে সামনে দেখে, বাঁধ ভেঙে রোম্যান্স শুরু করলেন অভিনেতা VIDEO