করোনা টিকা নিতে গিয়ে এই রকম করলেন কেন ? এটা অভিনয় ? নায়িকা অঙ্কিতা লোখান্ডে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   প্রতিদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ করোনাতে সংক্রামিত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই মহামারির সাথে লড়তে এখন সকলে মাস্ক স্যানিটাইজারের সাথে ভ্যাক্সিন ও নিচ্ছেন। তবে এসবের মাঝে অনেকে টীকা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তবে চিকিৎসার অনেকে সুস্থ হয়ে উঠেছেন। যেমন সোনু সুদ করোনা টিকা নিয়ে অসুস্থ হলেও আজ তিনি পুরোপুরি সুস্থ।

হিন্দি ধারাবাহিকের অন‍্যতম জনপ্রিয় নায়িকা অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন। কিছুদিন আগে বলিউডেও ইতিমধ‍্যেই পা রেখেছেন তিনি। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মণিকর্ণিকা ছবি দিয়ে বলিউডে পা রাখেন। অঙ্কিতার আরো একটি পরিচয় আছেন। তিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী। অভিনেতা নেই তবে তাঁর মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এখন মুভ অন করে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন। বয়ফ্রেন্ড ভিকি কৌশলের সাথে দিব্যি আছেন অঙ্কিতা।

 

View this post on Instagram

 

A post shared by Ankita Lokhande (@lokhandeankita)

গত বছর ডিসেম্বর মাসে ৩৫ এ পা দিয়েছেন তিনি। ১৮ থেকে ৪৫ পর্যন্ত টিকাকরণ শুরু হতেই নিজের নামও লিখিয়ে ফেললেন অভিনেত্রী।এবার করোনার এই ভয়াবহ অবস্থায় করোনার ভ্যাকসিন নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে টিকা নেওয়ার ভিডিও শেয়ার করেছেন অঙ্কিতা। টিকা নিতে গিয়ে অভিনেত্রী যা করলেন তা দেখে অনেকেই কটাক্ষ করতে বাধ্য হলেন অভিনেত্রীকে।

আরও পড়ুন -  Vaccine: বিদ্যালয়ে ক‍্যাম্প করে শুরু হল কম বয়সী‌দের ভ‍্যাকসিন দেওয়া

এ দিকে টিকাকরণ কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা তাঁকে যত বোঝাতে যাচ্ছে ততই আপ্রাণ বোঝানোর চেষ্টা করছেন, যত ভয় পাচ্ছেন তত ব্যথা পাবেন না অঙ্কিতা। আবার কখনো হেসে ফেলছেন তো কখনো গ্লাভস পড়া হাত দিয়েই চোখমুখ ঢাকছেন, আবার ঠাকুরকে ডাকছেন।

আরও পড়ুন -  Web Series: শারীরিক খিদে মেটালেন যুবক অচেনা নারীর সঙ্গে, বন্ধ করেছেন দরজা? তারপর দেখবেন

এই পুরো ভিডিয়োটি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার কর ক্যাপশানে লিখেছেন, ‘আমি আমার টিকা নিলাম। আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন। এই ভিডিও শেয়ার হতেই লক্ষাধিক মানুষ দেখেছেন। অনেকে প্রশংসা করলেও ভিডিয়োর কমেন্ট বক্সে উঠে এল নানান কটুক্তি। একজন নেটনাগরিক লিখেছেন, ‘একটা ইঞ্জেকশন নেওয়ার জন‍্য এত নাটক’ আবার আরেকজন লিখেছেন, ‘কত জায়গায় পাওয়া যাচ্ছে না টিকা আর ইনি নাটক করছেন।’ তবে অভিনেত্রীর ভ্যাক্সিন নেওয়ার এই ভিডিও বেশ ভাইরাল হয়।

আরও পড়ুন -  কেরালা, মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু এবং গুজরাটে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে