Russia: ভবন ধসে শিশুসহ নিহত ৯, রাশিয়ায়

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণ-পূর্ব সাখালিন দ্বীপে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে শনিবার শিশুসহ নয়জন নিহত হয়েছে রাশিয়ায়। শনিবার শিশুসহ নয়জন নিহত  স্থানীয় গভর্নর জানিয়েছেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে কারণে এই দুঘর্টনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার তাস নিউজ এজেন্সি জানিয়েছে, টাইমোভস্কয় গ্রামে ১৯৮০ সালে নির্মিত একটি ইটের ভবনে বিস্ফোরণটি ঘটে। টেলিভিশনে প্রচারিত ছবিগুলিতে বাদামী বারান্দা সহ একটি সাদা বিল্ডিং দেখানো হয়েছে যা আংশিকভাবে ভেঙে পড়েছে।

 গভর্নর ভ্যালেরি লিমারেনকোর কথা অনুযায়ী, রসিয়া২৪ টেলিভিশন জানিয়েছে, নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।

রাশিয়ার জরুরী মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক তথ্যগুলি গ্যাস লিকের দিকে ইঙ্গিত করেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ৬০ জন উদ্ধারকর্মী কাজ করছেন।

সূত্রঃ এএফপি