শিয়ালদা থেকে মায়াপুরে এসি লোকাল পরিষেবা চালুর সম্ভাবনা

Published By: Khabar India Online | Published On:

শিয়ালদা থেকে মায়াপুরে এসি লোকাল পরিষেবা চালুর সম্ভাবনা।

বাংলার রেল ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছে প্রথম এয়ার কন্ডিশন্ড লোকাল ট্রেন। শিয়ালদা–রানাঘাট রুটে চালু হওয়া এই বিশেষ লোকাল শুরু থেকেই যাত্রীদের কাছে বিপুল সাড়া ফেলেছে। অনেক যাত্রীই জানিয়েছেন, এই ট্রেনে চড়লেই যেন ‘বন্দে ভারত’-এর অভিজ্ঞতা মিলছে।

প্রথমে শিয়ালদা–কৃষ্ণনগর রুটে চালানোর পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন হয়। এতে হতাশ হয়েছেন বহু যাত্রী। তবে রেল সূত্রে জানা যাচ্ছে, এবার আরও বড় পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকার সহযোগিতা করলে শিয়ালদা থেকে সরাসরি নবদ্বীপ ঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত এই এসি লোকাল চালানো যেতে পারে। ফলে যাত্রীরা সহজেই পৌঁছে যেতে পারবেন বিশ্বখ্যাত ইস্কন মন্দিরে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২১শে অক্টোবর, লক্ষীবার, রাশিফল দেখুন

এই প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, তিনি শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি নিয়ে চিঠি দেবেন। তাঁর দাবি, শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত এসি লোকাল চালানো হলে উপকৃত হবেন হাজার হাজার সাধারণ মানুষ ও বিদেশি ভক্তরা। সাংসদের মতে, নবদ্বীপ ঘাটে পৌঁছনোর জন্য নদীর উপর একটি ছোট সেতু নির্মাণ অপরিহার্য। পাশাপাশি রেলের দখল করা জমি উচ্ছেদে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন -  ফ্র্যাঞ্চাইজি কি? পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি খুলে আয় করুন

প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি সত্যিই এই প্রস্তাবে সহযোগিতার হাত বাড়াবে? যদি পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে কৃষ্ণনগর ও নবদ্বীপ অঞ্চলের যাতায়াতে আসবে আমূল পরিবর্তন, আর ভক্তদের জন্য মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছনো হবে আরও সহজ।

আরও পড়ুন -  Weather Update: ভারী বর্ষা দক্ষিণবঙ্গ জুড়ে, কলকাতায় ঝড় বৃষ্টির দাপট, লেটেস্ট আপডেট আবহাওয়ার