Weather Update: রবিবারে দিনভর চলবে ভারী বৃষ্টি! কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস? সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

Published By: Khabar India Online | Published On:

Weather Update: রবিবারে দিনভর চলবে ভারী বৃষ্টি! কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস? সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের।

বর্ষার দাপটে কাঁপছে বাংলা। সপ্তাহান্তেও মিলবে না স্বস্তি। দক্ষিণ ও উত্তর— রাজ্যের দুই প্রান্তেই জারি হয়েছে দুর্যোগের সতর্কতা। রবিবার থেকেই বাড়তে চলেছে বৃষ্টির দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিও হয়েছে। তবে রবিবার থেকে পরিস্থিতি আরও রুক্ষ হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন -  ভারত বিজ্ঞান গবেষণা ফেলোশিপ (আইএসআরএফ) ২০২১ ঘোষিত হয়েছে

সপ্তাহজুড়ে একই পরিস্থিতি বজায় থাকতে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার, অর্থাৎ ৭ আগস্ট থেকে কিছু জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন -  বাল-গণপতি

উত্তরবঙ্গে আরও ভয়াবহ অবস্থা
উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা তুলনামূলক বেশি। হাওয়া অফিসের মতে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও কালিম্পঙের বিভিন্ন জেলায় ৪ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ইতিমধ্যেই ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্যান্য জেলায় জারি রয়েছে ‘কমলা সতর্কতা’।

এই বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট জেলার বাসিন্দাদের সতর্ক থাকার ও প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  “রাজ্যগুলিকে মূলধনী ব্যয়ের জন্য বিশেষ সহায়তা” কর্মসূচির আওতায় ১১,৮৩০ কোটি টাকা দেওয়া হয়েছে

সারা দেশে বৃষ্টির গতি বাড়ার ইঙ্গিত
ভারতীয় আবহাওয়া দফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি বর্ষা মরশুমের দ্বিতীয়ার্ধ অর্থাৎ অগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

সামনের দিনগুলিতে বৃষ্টির গতি ও তার প্রভাব আরও তীব্র হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফলে রাজ্যবাসীকে আবহাওয়ার আপডেটের দিকে নজর রেখে চলাচলের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।