Bank Holiday in August 2025: আগস্টে একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক, আগে থেকেই জেনে নিন তারিখগুলি

Published By: Khabar India Online | Published On:

Bank Holiday in August 2025: আগস্টে একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক, আগে থেকেই জেনে নিন তারিখগুলি।

আগামী আগস্ট মাসে একাধিক জাতীয় ও আঞ্চলিক উৎসবের জেরে দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। এই দিনগুলিতে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে। তাই আর্থিক লেনদেনের কোনও পরিকল্পনা থাকলে আগেভাগে জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। রইল এক নজরে আগস্ট মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা।

আগস্ট ২০২৫-এ কোন কোন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

 ৩ আগস্ট (রবিবার) – ত্রিপুরা:
কের পুজোর জন্য ত্রিপুরায় এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব।
৮ আগস্ট (শুক্রবার) – সিকিম ও ওড়িশা:
তেনডং লো রুমফাত – লেপচা জনগোষ্ঠীর উৎসব উপলক্ষে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
৯ আগস্ট (শনিবার) – প্রায় সমস্ত রাজ্যে:
রাখি বন্ধনের ছুটি থাকায় অধিকাংশ রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
১৩ আগস্ট (বুধবার) – মণিপুর:
দেশপ্রেমিক দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৫ আগস্ট (শুক্রবার) – সারা দেশজুড়ে:
স্বাধীনতা দিবস – এটি একটি সর্বভারতীয় জাতীয় ছুটি, ফলে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ আগস্ট (শনিবার) – বহু রাজ্য ও গুজরাত-মহারাষ্ট্র:
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে বহু রাজ্যে। একই দিনে পার্সি নববর্ষ, তাই গুজরাত ও মহারাষ্ট্রেও বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৬ আগস্ট (মঙ্গলবার) – কর্ণাটক ও কেরালা:
গণেশ পূজার (চতুর্থীর আগের দিন) জন্য এই দুই রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
২৭ আগস্ট (বুধবার) – একাধিক রাজ্য:
গণেশ চতুর্থী উপলক্ষে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গুজরাট, গোয়া, পাঞ্জাব, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) – ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ছত্তিশগড়:
নওয়াখাই উৎসব, যা মূলত কৃষিজীবী সমাজের একটি গুরুত্বপূর্ণ দিন, তার কারণে ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হয়েছে কিছু রাজ্যে।

আরও পড়ুন -  Bank News: বড় খবর এল ব্যাঙ্ক নিয়ে, সপ্তাহে এই দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটি বদল হলো

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
আগস্টে সর্বভারতীয় ছুটি কবে?
১৫ আগস্ট (স্বাধীনতা দিবস) – সারাদেশেই ব্যাঙ্ক ছুটি।
রাখি বন্ধনের দিন ব্যাঙ্ক কোথায় বন্ধ থাকবে?
৯ আগস্ট – প্রায় সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
জন্মাষ্টমীর কারণে কোন রাজ্যগুলিতে ছুটি?
১৬ আগস্ট – অধিকাংশ রাজ্যে, গুজরাত ও মহারাষ্ট্রে পার্সি নববর্ষ উপলক্ষেও বন্ধ থাকবে।
গণেশ চতুর্থীর আগে ও পরে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?
২৬ আগস্ট – কর্ণাটক ও কেরালায়
২৭ আগস্ট – অন্যান্য রাজ্যে।

আরও পড়ুন -  আলু বীজের কালোবাজারির সহ ৭ দফা দাবিতে কৃষি দপ্তরে ডেপুটেশন

ব্যাঙ্ক বন্ধ থাকলে কোন পরিষেবা পাওয়া যাবে?
ATM, ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে। তবে, চেক ক্লিয়ারেন্স, কাস্টমার কেয়ার, ও শাখাভিত্তিক পরিষেবা প্রভাবিত হতে পারে।

আরও পড়ুন -  ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক, ছুটির তালিকা দেখুন

শেষ কথা
আগস্ট মাসে ব্যাঙ্কের বেশ কিছু ছুটি থাকায়, আপনার আর্থিক কাজকর্ম যদি গুরুত্বপূর্ণ হয়, তা হলে আগেভাগে সেরে নেওয়াই ভাল। বিশেষ করে চেক জমা দেওয়া, ঋণ কিস্তি জমা, বা নথি জমা দেওয়ার মতো কাজগুলি দেরি না করে ছুটির আগে সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা।