Aadhaar Card Update: সময়সীমা বাড়াল UIDAI, আপডেট না করলে বন্ধ হতে পারে সরকারি সুবিধা!

Published By: Khabar India Online | Published On:

Aadhaar Card Update: সময়সীমা বাড়াল UIDAI, আপডেট না করলে বন্ধ হতে পারে সরকারি সুবিধা!

আধার কার্ড আপডেট:

দেশের কোটি কোটি নাগরিকের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া)। এবার আধার কার্ড আপডেট করার জন্য সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে। ১৪ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে কোনও রকম চার্জ ছাড়াই আধার কার্ডে ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধনের সুবিধা মিলবে।

UIDAI-এর এই পদক্ষেপে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন, তেমনই রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও—যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড আপডেট না করা হয়, তাহলে বন্ধ হয়ে যেতে পারে রেশন, গ্যাস ভর্তুকি, পেনশন বা ছাত্রবৃত্তির মতো একাধিক সরকারি সুবিধা।

কোন কোন পরিষেবা বন্ধ হতে পারে?
বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পে আধার বাধ্যতামূলক। সেই প্রকল্পগুলির সুবিধা পেতে আধারে ঠিকানা ও ব্যাঙ্ক লিঙ্কিং আপডেট থাকা আবশ্যক। নীচে উল্লেখযোগ্য কিছু প্রকল্পের তালিকা:
রেশন কার্ড (NFSA):
সস্তায় চাল-আটা পাওয়ার জন্য আধার ও মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরি। না হলে OTP সমস্যার কারণে রেশন পেতে সমস্যা হতে পারে।
এলপিজি ভর্তুকি:
ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে গ্যাসের ভর্তুকি পাওয়া যাবে না। তখন সিলিন্ডারের পুরো দাম দিতে হবে।
কিষাণ সম্মান নিধি ও KCC:
আধার ও ব্যাঙ্ক ডিটেলস আপডেট না থাকলে কৃষকদের কৃষি ঋণ বা সাহায্যের টাকা আটকে যেতে পারে।
মনরেগা কর্মীদের মজুরি:
নাম বা তথ্যের গড়মিল থাকলে মজুরি পেমেন্ট আটকে যেতে পারে।
ছাত্রবৃত্তি (DBT স্কিম):
আধার ঠিক না থাকলে স্কলারশিপের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে না।

আরও পড়ুন -  জানুয়ারি মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন বিস্তারিত ছুটির তালিকা

কীভাবে অনলাইনে আধার আপডেট করবেন?
UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ গিয়ে নিচের ধাপগুলি অনুসরণ করুন:
1. আধার নম্বর ও OTP ব্যবহার করে লগইন করুন
2. ‘আধার আপডেট’ অপশনে ক্লিক করুন
3. নতুন ঠিকানা বা সংশোধনযোগ্য তথ্য দিন
4. বৈধ প্রমাণপত্র (যেমন বিদ্যুৎ বিল, পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট) আপলোড করুন
5. সাবমিট করার পর UIDAI থেকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপডেট স্টেটাস।

আরও পড়ুন -  Aadhaar Card Update: আধার কার্ড আপডেট, শুধুমাত্র একবারই পরিবর্তন করা যাবে এই গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিস্তারিত

FAQ: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. অনলাইনে আধার আপডেটের জন্য কোনও ফি লাগে?
না, ১৪ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আপডেট করলে সম্পূর্ণ বিনামূল্যে হবে।
২. আধার আপডেট না করলে কী হতে পারে?
বিভিন্ন সরকারি ভর্তুকি, পেনশন, রেশন বা স্কলারশিপ বন্ধ হয়ে যেতে পারে।
৩. আপডেটের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
ঠিকানা প্রমাণ হিসাবে লাগতে পারে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ভোটার কার্ড বা পাসপোর্ট।
৪. রেজিস্টার্ড মোবাইল নম্বর না থাকলে কি আপডেট করা যাবে?
না, OTP যাচাইয়ের জন্য রেজিস্টার্ড নম্বর থাকা বাধ্যতামূলক।
৫. আপডেট সফল হয়েছে কি না, কীভাবে জানব?
UIDAI থেকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন -  Aadhaar Update: আধার কার্ডের কোন তথ্য কতবার আপডেট করা যাবে? জানুন UIDAI-এর নিয়মাবলী

সতর্ক থাকুন, আধার আপডেট করুন সময় থাকতেই। নয়তো সরকারি সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে।