VIDEO: হলুদ ব্লাউজ আর সবুজ শাড়িতে মাধুরীর গানে দুর্দান্ত নাচ, মুগ্ধ কারন জোহর

Published By: Khabar India Online | Published On:

VIDEO: হলুদ ব্লাউজ আর সবুজ শাড়িতে মাধুরীর গানে দুর্দান্ত নাচ, মুগ্ধ কারন জোহর।

বলিউডের এক জনপ্রিয় রিয়্যালিটি শো-এর মঞ্চে সম্প্রতি দেখা গেল এমন এক নজরকাড়া মুহূর্ত, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইন্ডো-পোলিশ অভিনেত্রী ও পারফর্মার আঞ্জেলা ক্রিসলিনস্কি এমন এক পারফরম্যান্স উপহার দিলেন, যা দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে গেলেন বিচারক করণ জোহর।

ঘটনাটি ঘটেছে ‘ইন্ডিয়া’স নেক্সট সুপারস্টার’ অনুষ্ঠানে। আঞ্জেলা পারফর্ম করেন ১৯৯০ সালের সুপারহিট সিনেমা সৈলাব-এর জনপ্রিয় গান “হুমকো আজকাল হ্যায় ইন্তেজার”-এ, যেটিতে মাধুরী দীক্ষিত অভিনয় করেছিলেন।

আরও পড়ুন -  Sunita Baby: মঞ্চ মাতালেন সুনিতা বেবি, ‘কাটি পাক্কা আঙ্গুর’ গানে, ঝলক রইলো

মঞ্চে যেন ফিরল মাধুরীর ছায়া
আঞ্জেলার নৃত্যে শুধু স্টেপই নয়, এক্সপ্রেশন ও কস্টিউমেও ছিল মাধুরীর নিখুঁত ছোঁয়া। তিনি পরেছিলেন হলুদ ব্লাউজ ও সবুজ লাবণী স্টাইল শাড়ি, যা মাধুরীর বিখ্যাত লুককে চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয়। তাঁর এই নিখুঁত উপস্থাপনায় দর্শক থেকে বিচারক—সবাই মুগ্ধ।

আরও পড়ুন -  Gold Price Today: এক সপ্তাহে ১,৯১০ বৃদ্ধি, দেখুন এখন আপনার শহরে কত দাম

সবচেয়ে বেশি চমকে গিয়েছিলেন করণ জোহর। পারফরম্যান্স চলাকালীনই তাঁর মুখ হাঁ হয়ে গিয়েছিল—এমন প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
এই পারফরম্যান্সের ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। দর্শকদের একাংশ মন্তব্য করেছেন, “মাধুরীর পর এমন নিখুঁত পারফরম্যান্স আর কেউ দিতে পারেননি।” কেউ কেউ লিখেছেন, “এই প্রথম কেউ করণ জোহরকে সত্যিই অ্যামেজ করতে পেরেছেন।”

কে এই আঞ্জেলা ক্রিসলিনস্কি?
আঞ্জেলা একজন ইন্দো-পোলিশ অভিনেত্রী ও ডান্সার। তিনি বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ করেছেন। বর্তমানে তিনি ‘ইন্ডিয়া’স নেক্সট সুপারস্টার’-এ প্রতিযোগিতা করছেন এবং নিজের প্রতিভা দিয়ে দর্শক ও বিচারকদের মন জয় করছেন।

আরও পড়ুন -  Qatar: মহামারিসম্পর্কিত বিধিনিষেধ আরও শিথিল করেছে কাতার

নিঃসন্দেহে, আঞ্জেলার এই পারফরম্যান্স আগামী দিনে বহু নতুন শিল্পীর অনুপ্রেরণা হয়ে থাকবে।