Namrita Malla: ইনস্টাগ্রামে আগুন লাগালেন নামৃতা মাল্লা, বেলি ডান্সে ঝড় তুললেন নেটদুনিয়ায়

Published By: Khabar India Online | Published On:

Namrita Malla: ইনস্টাগ্রামে আগুন লাগালেন নামৃতা মাল্লা, বেলি ডান্সে ঝড় তুললেন নেটদুনিয়ায়।

ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ নামৃতা মাল্লা ফের একবার ভাইরাল দুনিয়ায় ঝড় তুললেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর একটি বেলি ডান্স ভিডিও নিমেষেই নেটিজেনদের মন কেড়েছে। জনপ্রিয় তেলুগু গান ‘Oo Antava’ বা ‘উ আঁতা ভা’-র তালে নামৃতার আবেদনময়ী নাচ এবং দুর্দান্ত এক্সপ্রেশন দেখে হতবাক অনুরাগীরা। ভিডিওতে সাহসী পোশাকে তাঁকে দেখা গিয়েছে ওড়না ছাড়াই মনকাড়া পারফরম্যান্সে, যা ইতিমধ্যেই লাখ লাখ ভিউ ছুঁয়েছে।

ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ইতিমধ্যে ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আগেও সাহসী ফ্যাশন এবং ট্রেন্ডিং রিল ভিডিওর জন্য পরিচিত ছিলেন তিনি। এবার বেলি ডান্সের এই ভিডিওর মাধ্যমে আরও একবার প্রমাণ করলেন, তিনি শুধুই অভিনেত্রী নন, এক জন দক্ষ ও জনপ্রিয় ডিজিটাল পারফর্মারও।

আরও পড়ুন -  VIDEO: বিনোদনের দুনিয়ায় নম্রতার ভাইরাল ভিডিও, খোলামেলা লুকে ঝড় তুললেন অনুরাগীদের হৃদয়ে

নামৃতার অভিনয় জীবনের শুরু ২০২০ সালে, কন্নড় ছবি ‘শিবা ১৪৩’-এর মাধ্যমে। পরে ২০২২ সালে হিন্দি ছবি ‘জগ্গু কি লালটেন’-এ দেখা যায় তাঁকে। শুধু অভিনয় নয়, তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীও। দিল্লিতে নিজস্ব একটি ডান্স স্কুল পরিচালনা করেন নামৃতা।

ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি। নিয়মিতভাবে নাচ, যোগব্যায়াম ও ফিটনেস সংক্রান্ত ভিডিও আপলোড করেন তিনি। বিশেষ করে ভোজপুরি সুপারস্টার পবন সিং-এর সঙ্গে তাঁর একাধিক ভিডিও কোলাবরেশন ইতিমধ্যেই ২০ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: অভিনেত্রী শ্রাবন্তী সেক্সি পোজে বাথটবে, সাহসী ছবি, চকচকে থাই

বর্তমানে নামৃতা মাল্লা শুধুমাত্র রূপোলি পর্দার মুখ নন, বরং এক জন ডিজিটাল সেনসেশন। তাঁর অনলাইন কনটেন্ট একদিকে যেমন সাহসী ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছে, অন্যদিকে তাঁর ফিটনেস এবং নাচের জার্নি অনুপ্রেরণা জোগাচ্ছে লক্ষ লক্ষ অনুরাগীকে।

প্রশ্নোত্তর (FAQ):
Q: নামৃতা মাল্লার ভাইরাল হওয়া ভিডিওটি কোন গানের তালে তৈরি?
A: জনপ্রিয় তেলুগু গান ‘Oo Antava’-র তালে।
Q: তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা কত?
A: প্রায় ১৩ লক্ষ।
Q: অভিনয়ের সূচনা কবে ও কোন ছবির মাধ্যমে?
A: ২০২০ সালে কন্নড় ছবি ‘শিবা ১৪৩’-এর মাধ্যমে।
Q: ইউটিউব কনটেন্টে কী ধরনের ভিডিও দেখা যায়?
A: নাচ, ফিটনেস, যোগব্যায়াম ও মিউজিক কোলাবরেশন ভিডিও।
Q: কোন অভিনেতার সঙ্গে কোলাবরেশনে ২০০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছেন?
A: ভোজপুরি অভিনেতা পবন সিং-এর সঙ্গে।