Weather Update: সাগরে গভীর নিম্নচাপ, লক্ষ্মীবারে মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার আমেজ

Published By: Khabar India Online | Published On:

Weather Update: সাগরে গভীর নিম্নচাপ, লক্ষ্মীবারে মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার আমেজ।

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, লক্ষ্মীবারেও চলবে দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়ে সতর্কতা জারি হয়েছে।

মৌসুমী বায়ুর অগ্রগতি
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের অবশিষ্টাংশে প্রবেশ করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ ও সিকিমের একাধিক অংশে। ফলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষার প্রভাব অনুভূত হবে।

আরও পড়ুন -  Weather Update: চলছে একটানা নিম্নচাপের দাপট, লক্ষ্মী পুজোর আগে

নিম্নচাপ ও ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে উত্তর অভিমুখে অগ্রসর হবে। এর প্রভাবে হিমালয় সংলগ্ন এলাকা ও সিকিমে প্রবল থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বহু জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ঝোড়ো হাওয়া ও বৃষ্টি
উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও শুক্রবার থেকে হাওয়ার গতি ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।

জেলাভিত্তিক সতর্কতা
আজ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদীয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে ঝোড়ো হাওয়াও। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে।
শুক্রবার হাওড়া, হুগলি, নদীয়া, দুই পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন -  Weather Update: এবার বৃষ্টিতে ভিজবে অনেক জেলা, হাওয়া বদল, হওয়া অফিসের আপডেট দেখুন

সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা
নিম্নচাপের কারণে উত্তাল থাকবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর। ফলে আগামী শনিবার, ৩১ মে পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে বর্ষার আগমন
আগামী ২ দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চলে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। অসম ও মেঘালয়ের কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে।

আরও পড়ুন -  Vote Boycott Poster: আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়াতে ভোট বয়কটের পোস্টার

ভারী বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও হুগলি জেলায় ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও অন্যান্য জেলায় হতে পারে ৭০-১১০ মিমি বৃষ্টি।

শনিবারও বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

উপসংহার:
রাজ্যজুড়ে আগামী কয়েকদিন চলবে প্রাক বর্ষার সক্রিয়তা। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।