Viral Video Dance: সমুদ্র সৈকতে শাড়ি পরে বলিউড নৃত্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজস্থানি তরুণীর ভিডিও

Published By: Khabar India Online | Published On:

Viral Video Dance: সমুদ্র সৈকতে শাড়ি পরে বলিউড নৃত্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজস্থানি তরুণীর ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ফের এক অসাধারণ ভিডিও ছড়িয়ে পড়েছে চোখের পলকে। এবার নজর কেড়েছেন এক রাজস্থানি তরুণী, যিনি মাল্টিকালার শাড়ি পরে সমুদ্রসৈকতে বলিউড গানে নেচে মুগ্ধ করেছেন নেটজনতাকে। তাঁর প্রাণবন্ত নৃত্য, চোখধাঁধানো অভিব্যক্তি ও আত্মবিশ্বাস ছুঁয়ে গেছে হাজার হাজার দর্শকের মন।

আরও পড়ুন -  War in Ukraine: ক্ষতি ৬ হাজার কোটি ডলার, ইউক্রেনের যুদ্ধে

ভিডিওটিতে দেখা যাচ্ছে, তরুণীটি রঙিন শাড়ি পরে সমুদ্রের ঢেউয়ের তালে তালে বলিউডের এক জনপ্রিয় গানে নাচ করছেন। সমুদ্রের পটভূমিতে তাঁর পোশাক ও নৃত্যের সংমিশ্রণ তৈরি করেছে এক অনন্য ও মনোমুগ্ধকর দৃশ্য। শুধু শাড়ি নয়, তাঁর মুখভঙ্গি, শরীরী ভাষা এবং অভিব্যক্তিতে ধরা পড়েছে আত্মপ্রকাশের সাহস ও আনন্দ।

এই ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও রিলসের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ভিডিওটি দেখে প্রশংসা করেছেন, শেয়ার করেছেন এবং মন্তব্যে লিখেছেন, “একেই বলে ট্র্যাডিশন আর মডার্নিটির নিখুঁত মেলবন্ধন।”

আরও পড়ুন -  Viral Video: মহাকুম্ভে সাধু বাবার ভোজপুরি গানে নাচের ভিডিও ভাইরাল

উল্লেখযোগ্য বিষয়, এখনও পর্যন্ত ওই তরুণীর নাম বা পরিচয় জানা যায়নি। তবুও শুধুমাত্র তাঁর নৃত্যশৈলী, পোশাকের বাছাই এবং আত্মবিশ্বাসপূর্ণ পরিবেশনার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন নেটদুনিয়ার নতুন সেনসেশন।

আরও পড়ুন -  UPSC: ইউপিএসসি নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ

এই ঘটনাই আবারও প্রমাণ করল, সোশ্যাল মিডিয়ার যুগে পরিচয়ের চেয়েও বড় হয় প্রতিভা ও আত্মবিশ্বাস। নাম নয়, কাজই আজকের দিনে এনে দেয় সাফল্য ও পরিচিতি।

চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন—ভিডিওটি একবার দেখতেই হবে।