Free Ration: ৩০ জুনের মধ্যে e-KYC না করলে বন্ধ হয়ে যেতে পারে ফ্রি রেশন সুবিধা

Published By: Khabar India Online | Published On:

Free Ration: ৩০ জুনের মধ্যে e-KYC না করলে বন্ধ হয়ে যেতে পারে ফ্রি রেশন সুবিধা।

বাংলার লক্ষ লক্ষ মানুষ, যাঁরা কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থার উপর নির্ভর করেন, তাঁদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। জানানো হয়েছে, আগামী ৩০ জুন ২০২৫-এর মধ্যে রেশন কার্ডের সঙ্গে e-KYC (ইলেকট্রনিক Know Your Customer) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমার মধ্যে এই কাজ না করলে বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য জনবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ভুয়ো উপভোক্তাদের বাদ দিয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা। আগে এই সময়সীমা ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ছিল, তবে নাগরিকদের সুবিধার্থে তা বাড়িয়ে ৩০ জুন ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন -  ড্রোন হামলা মস্কোতে, ইউক্রেনকে দায়ী করলো রাশিয়া

কীভাবে করবেন e-KYC?
এই প্রক্রিয়া সম্পন্ন করতে রেশন কার্ড এবং আধার কার্ড থাকা বাধ্যতামূলক। দু’টি উপায়ে এটি করা যায়—
1. অনলাইনে: ‘মেরা রেশন’ অথবা ‘Aadhaar Face RD’ অ্যাপ ব্যবহার করে আধার নম্বর এবং OTP দিয়ে e-KYC করা সম্ভব।
2. অফলাইনে: যাঁদের ইন্টারনেট পরিষেবা নেই, তাঁরা নিকটবর্তী রেশন দোকান অথবা CSC (কমন সার্ভিস সেন্টার)-এ গিয়ে বায়োমেট্রিক যাচাই করিয়ে এই কাজ করতে পারবেন।

আরও পড়ুন -  রাষ্ট্রপতির কাছে চারটি দেশের রাষ্ট্রদূতের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচয় পত্র প্রদান

 প্রশ্ন ও উত্তর:
• e-KYC না করলে কী হবে?
নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়া না করলে রেশন কার্ড বাতিল হতে পারে এবং উপভোক্তা সরকারি জনকল্যাণমূলক প্রকল্প থেকেও বঞ্চিত হতে পারেন।
• যাঁদের নাম ভুলবশত বাদ পড়েছে?
তাঁদেরকে স্থানীয় রেশন অফিসে যোগাযোগ করে যথাযথ নথিপত্র জমা দিয়ে ফেরত আনার ব্যবস্থা করতে হবে।
• অনলাইন e-KYC-তে কী কী ডকুমেন্ট লাগবে?
রেশন কার্ড, আধার কার্ড এবং আধারে লিঙ্ক থাকা মোবাইল নম্বর প্রয়োজন।
• CSC-তে বায়োমেট্রিক না মিললে কী হবে?
এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় বিকল্প যাচাই পদ্ধতি অবলম্বন করা হতে পারে।
• মোবাইল নম্বর আধারে লিঙ্ক না থাকলে?
প্রথমে আধার আপডেট সেন্টার-এ গিয়ে মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করাতে হবে।

আরও পড়ুন -  Subhashree Ganguly: ‘হট মাম্মা’ মেদ ঝরিয়ে চাবুক ফিগারে উষ্ণতা ছড়ালেন, শুভশ্রী

সরকারি সূত্রে জানানো হয়েছে, e-KYC প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করলে উপভোক্তারা নিরবিচারে রেশন সুবিধা পেতে থাকবেন, এবং এই উদ্যোগে জনবণ্টন ব্যবস্থার দক্ষতা ও স্বচ্ছতা আরও বাড়বে।