পরীক্ষা ছাড়াই DRDO-তে অ্যাপ্রেন্টিস নিয়োগ! একাধিক শূন্যপদে আবেদন শুরু

Published By: Khabar India Online | Published On:

পরীক্ষা ছাড়াই DRDO-তে অ্যাপ্রেন্টিস নিয়োগ! একাধিক শূন্যপদে আবেদন শুরু।

যাঁরা দেশের প্রতিরক্ষা খাতে কাজ করতে ইচ্ছুক, তাঁদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। সংস্থার অধীনস্থ একটি ইউনিট থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষত্ব হল—এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা লাগবে না। শুধুমাত্র আইটিআই পাশ করলেই আবেদন করা যাবে।

পদের বিবরণ ও শূন্যপদ
DRDO মোট ১৩টি ট্রেডে ৭০টি শূন্যপদে নিয়োগ করবে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ট্রেড ও শূন্যপদের সংখ্যা:
• ইলেকট্রিশিয়ান – ৮টি
• ফিটার – ১৭টি
• মেশিনিস্ট – ৮টি
• ফটোগ্রাফার – ২টি
• টার্নার – ১০টি
সম্পূর্ণ তালিকা DRDO-র ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন -  Anveshi Jain: অভিনেত্রী আনভেশি জৈনের আসল পরিচয় কি?

যোগ্যতা
• আবেদনকারীদের সংশ্লিষ্ট ট্রেডে সরকার স্বীকৃত আইটিআই (ফুলটাইম) কোর্স পাশ করতে হবে।

বয়সসীমা (১ এপ্রিল, ২০২৫ অনুযায়ী):
• ন্যূনতম: ১৮ বছর
• সর্বোচ্চ: ৩০ বছর
• সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

স্টাইপেন্ড/বেতন
• প্রতি মাসে ১৩,০০০/- স্টাইপেন্ড প্রদান করা হবে।
• বোর্ডিং ও লজিংয়ের সুবিধা না থাকলেও, ক্যান্টিন থেকে অর্থ দিয়ে খাবার গ্রহণ করা যাবে।

আরও পড়ুন -  Aadhaar Card Update: আপনার আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করুন সহজ পদ্ধতিতে!

আবেদন প্রক্রিয়া (অনলাইন):
আপনাকে আবেদন করতে হবে Apprenticeship India পোর্টালে

কীভাবে আবেদন করবেন:
1. পোর্টালে গিয়ে প্রথমে নিজের নাম রেজিস্টার করুন
2. “DRDO ARDE Apprentice” পদটি বেছে নিন
3. প্রাসঙ্গিক তথ্য পূরণ করুন
4. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন
5. (যদি প্রযোজ্য হয়) আবেদন ফি জমা দিন
6. আবেদন সাবমিট করে একটি প্রিন্ট কপি সংগ্রহ করুন

আবেদন শুরুর তারিখ: ৪ এপ্রিল, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল, ২০২৫

আরও পড়ুন -  Ration Card: বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডে নতুন সদস্যের নাম যোগ করুন, ধাপে ধাপে গাইড

নিয়োগ পদ্ধতি:
• কোনও লিখিত পরীক্ষা হবে না
• আইটিআই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে
• এরপর প্রার্থীদের ট্রেড টেস্ট নেওয়া হবে
• সফল প্রার্থীদের মেডিকেল ও ডকুমেন্ট ভেরিফিকেশন শেষে নিয়োগপত্র দেওয়া হবে

বিস্তারিত জানতে ভিজিট করুন: DRDO অফিসিয়াল ওয়েবসাইট
নোটিশ লিঙ্ক: DRDO Official Notification

যারা ডিফেন্স সেক্টরে নিজের কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এ এক দুর্লভ সুযোগ! দেরি না করে আজই আবেদন করুন!