সরকারি কর্মীদের জন্য সুখবর! অষ্টম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা অর্থমন্ত্রীর

Published By: Khabar India Online | Published On:

সরকারি কর্মীদের জন্য সুখবর! অষ্টম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা অর্থমন্ত্রীর।

আপনি কি কেন্দ্রীয় সরকারি কর্মী? অষ্টম পে কমিশন (8th Pay Commission) কার্যকরের অপেক্ষায় রয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে একদম নতুন আপডেট!

সরকার চলতি বছরের জানুয়ারিতে অষ্টম পে কমিশনের ঘোষণা করেছিল। এরপর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা কমিশনের সদস্য ও চেয়ারম্যান নিয়োগের অপেক্ষায় ছিলেন। অবশেষে, আগামী মাসে প্যানেল সদস্যদের নাম প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -  দুর্গা পূজা পরিক্রমা-2022

নতুন পে কমিশন কার্যকর হবে কবে?
বর্তমান সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫-এ। ফলে অনেক কর্মচারীর প্রশ্ন—২০২৬ সালের জানুয়ারি থেকেই কি নতুন পে কমিশনের সুপারিশ কার্যকর হবে?

তবে আগের পে কমিশনগুলোর অভিজ্ঞতা বলছে, সুপারিশ বাস্তবায়নে সাধারণত এক বছরেরও বেশি সময় লেগে যায়। তাই, দেরিতে ঘোষণা হওয়ায়, বাস্তবায়ন সম্ভবত ২০২৬-২৭ অর্থবছরে হতে পারে।

আরও পড়ুন -  Ranu Mondal: আবারো ক্যামেরার সামনে মঞ্চে গান গাইলেন রানু

সরকারের অবস্থান কী?
সম্প্রতি লোকসভায় বিজেপির সাংসদ কঙ্গনা রানাউত এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ সাজদা আহমেদ কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন তোলেন:

• অষ্টম পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার জন্য কি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে?

• কমিশনের কার্যক্রম কতদূর অগ্রসর হয়েছে?
এর জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, রিপোর্ট জমার সময়সীমা ও কার্যপরিধির বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন -  স্মৃতিসৌধ

পাশাপাশি,
• খুব শিগগিরই প্যানেল সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে।
• নতুন পে কমিশনের সুপারিশ ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি।
• এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

সরকারি কর্মচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। তবে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।