জানুয়ারি মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন বিস্তারিত ছুটির তালিকা

Published By: Khabar India Online | Published On:

জানুয়ারি মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন বিস্তারিত ছুটির তালিকা। 

নতুন বছরের শুরুতেই আসছে ব্যাঙ্ক ছুটির তালিকা। ২০২৫ সালের জানুয়ারি মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রকাশিত তালিকা অনুযায়ী বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন। তবে গ্রাহকদের সুবিধার্থে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা, যেমন Google Pay, Phone Pay, Paytm এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি এই সময়েও সক্রিয় থাকবে।
ভারতের বিভিন্ন রাজ্যে জাতীয় এবং আঞ্চলিক উৎসবের ভিত্তিতে ছুটির দিনগুলো আলাদা হতে পারে। এজন্য ব্যাংকিং কাজকর্মে অসুবিধা এড়াতে এই তালিকাটি আগেই দেখে নেওয়া জরুরি। নিচে ২০২৫ সালের জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির বিস্তারিত তালিকা দেওয়া হলো:

আরও পড়ুন -  লকডাউনের সময় শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে প্রশংসিত কৃষ্ণনগর সংগঠন

২০২৫ সালের জানুয়ারি মাসের ছুটির তালিকা
১. ১ জানুয়ারি (বুধবার): নববর্ষ উপলক্ষে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ।
২. ২ জানুয়ারি (বৃহস্পতিবার): মিজোরামে নববর্ষ এবং কেরালায় মান্নাম জয়ন্তীর কারণে ব্যাঙ্ক বন্ধ।
৩. ৫ জানুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি।
4. ৬ জানুয়ারি (সোমবার): গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে হরিয়ানা ও পাঞ্জাবে ছুটি।
৫. ১১ জানুয়ারি (শনিবার): দ্বিতীয় শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
৬. ১২ জানুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি এবং স্বামী বিবেকানন্দ জয়ন্তী।
৭. ১৪ জানুয়ারি (মঙ্গলবার): মকর সংক্রান্তি এবং পোঙ্গল উপলক্ষে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর ব্যাঙ্ক বন্ধ।
৮. ১৫ জানুয়ারি (বুধবার): তিরুভাল্লুভার দিবস, মাঘ বিহু, এবং মানকর সংক্রান্তিতে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।
৯. ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার): উজ্জাভার তিরুনাল উপলক্ষে তামিলনাড়ুর ব্যাঙ্ক বন্ধ।
১০. ১৯ জানুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি।
১১. ২২ জানুয়ারি (সোমবার): Imoin উৎসবে মণিপুরের ব্যাঙ্ক বন্ধ।
১২. ২৩ জানুয়ারি (মঙ্গলবার): নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে বাংলা, মণিপুর, ওড়িশা এবং অন্যান্য রাজ্যে ছুটি।
১৩. ২৫ জানুয়ারি (শনিবার): চতুর্থ শনিবারের জন্য সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
১৪. ২৬ জানুয়ারি (রবিবার): প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ।
১৫. ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার): সোনম লোসার উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ।

আরও পড়ুন -  ইন্দো-থাই সমন্বিত প্রহরা (করপ্যাট)

ব্যবস্থা নিয়ে রাখুন
ব্যাংক বন্ধ থাকাকালীন লেনদেন বা জরুরি কাজের সমস্যা এড়াতে গ্রাহকদের আগেভাগেই পরিকল্পনা করা উচিত। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ Google Pay, Phone Pay, Paytm এবং অন্যান্য অনলাইন পরিষেবা চালু থাকবে এবং অর্থ লেনদেন নির্বিঘ্নে করা যাবে।

আরও পড়ুন -  Bank Holidays: RBI প্রকাশিত ছুটির তালিকা দেখুন, ১৫ দিন ব্যাঙ্কে কিছু কাজ হবে না সেপ্টেম্বরে

নতুন বছরের শুরুতেই আপনার ব্যাংকিং কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ছুটির তালিকা মাথায় রাখুন।