Indian Railway: নিশ্চিন্তে ট্রেন ভ্রমণ করুন, জেনে নিন ভারতীয় রেলের RAC সিট সংক্রান্ত নিয়ম

Published By: Khabar India Online | Published On:

Indian Railway: নিশ্চিন্তে ট্রেন ভ্রমণ করুন, জেনে নিন ভারতীয় রেলের RAC সিট সংক্রান্ত নিয়ম।

ভারতে ট্রেন যাতায়াত অন্যতম জনপ্রিয় এবং সাশ্রয়ী মাধ্যম। এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে কম সময়ে দূরত্ব অতিক্রম করা সম্ভব হওয়ায় সকল স্তরের মানুষ রেল পরিষেবা ব্যবহার করে থাকেন। যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে ভারতীয় রেল সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে ছুটির মরসুমে ট্রেনের টিকিট পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে অনেক যাত্রী RAC (Reservation Against Cancellation) সিটে ভ্রমণ করতে বাধ্য হন। RAC সিটে ভ্রমণের সময় কিছু নিয়ম জানা থাকলে যাত্রা হতে পারে আরও নিশ্চিন্ত।

আরও পড়ুন -  ধূমপান ছাড়ার উপায়

RAC সিট: কীভাবে কাজ করে
RAC সিট এমন সিট যা নিশ্চিত টিকিট না থাকা অবস্থায় অস্থায়ীভাবে যাত্রীদের জন্য বরাদ্দ করা হয়। এই সিটে সাধারণত দুই জন যাত্রী বসতে পারেন। দিন এবং রাতের জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই সিট ব্যবহার করতে হয়।

• দিনের বেলা: RAC সিটে দুইজন যাত্রী একসঙ্গে সাইড লেয়ারে বসতে পারেন।
• রাতের বেলা: রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাইড আপারের যাত্রী সেই সিটে বসতে পারবেন না। এই সময় সাইড লেয়ারের যাত্রী শুয়ে থাকার অধিকার রাখেন।

আরও পড়ুন -  Debina Banerjee: কোলে চার মাসের সন্তান, আবার অন্তঃসত্ত্বা দেবিনা

যদি কোনো যাত্রী এই নিয়ম ভঙ্গ করেন, তাহলে টিটিই (Travelling Ticket Examiner)-এর কাছে অভিযোগ করা যেতে পারে।

LHB কোচ এবং RAC বার্থ
ভারতীয় রেলের বিভিন্ন কোচে RAC সিটের সংখ্যা নির্ধারিত থাকে।
• থার্ড এসি ও স্লিপার কোচে: সীমিত জায়গার কারণে এখানে কম সংখ্যক RAC বার্থ বরাদ্দ থাকে।
• LHB কোচে: এর আয়তন বড় হওয়ায় প্রতিটি কোচে সাধারণত ৬-৭ টি বার্থ RAC যাত্রীদের জন্য সংরক্ষিত থাকে।

আরও পড়ুন -  মফিজা আনাম না ফেরার দেশে, সাংবাদিক মহলে শোকের ছায়া

টিটিই-র ভূমিকা
যাত্রা চলাকালীন RAC সিট সংক্রান্ত কোনো সমস্যা হলে তা টিটিই-কে জানানো উচিত। দিন বা রাতের সময় সিট ব্যবহার সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে টিটিই সমস্যার সমাধান করে থাকেন।

রেলের নির্দেশিকা
রেলের ম্যানুয়াল অনুযায়ী, দিনের বেলা সাইড লেয়ারে বসার অনুমতি থাকলেও রাতের সময় সাইড আপারের যাত্রী সেখানে বসতে পারবেন না। এর ফলে যাত্রীদের সুষ্ঠু এবং শান্তিপূর্ণ যাত্রা নিশ্চিত করা হয়।

RAC সিটের নিয়ম মেনে চললে যাত্রা হতে পারে আরও স্বাচ্ছন্দ্যময়। তাই এই নিয়মগুলো মাথায় রেখে নিশ্চিন্তে ট্রেন ভ্রমণ করুন।