Pushpa 2 Collection: সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁল “পুষ্পা ২”, দেখে নিন প্রথম সপ্তাহের আয়ের পরিমাণ

Published By: Khabar India Online | Published On:

Pushpa 2 Collection: সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁল “পুষ্পা ২”, দেখে নিন প্রথম সপ্তাহের আয়ের পরিমাণ।

আল্লু অর্জুন অভিনীত এবং সুকুমার পরিচালিত সিনেমা “পুষ্পা ২: দ্য রুল” মুক্তির পর থেকেই প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে। মুক্তির প্রথম দিনেই পেড প্রিভিউ সহ ১৭৪.৯৫ কোটি টাকার বিশাল আয় করে সিনেমাটি তাক লাগিয়ে দিয়েছিল।

আরও পড়ুন -  Koel Mallick : কোয়েল মল্লিকের বাড়িতে নতুন সদস্য আসছে

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার “পুষ্পা: দ্য রাইজ”-এর সিক্যুয়াল এই সিনেমার জন্য দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে চলতি মাসের ৫ তারিখে মুক্তি পেয়েছে “পুষ্পা ২”। এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা সহ আরও অনেক তারকা।

প্রথম পর্বে দারুণ সাফল্যের পর, “পুষ্পা ২” আয়ের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। এমনকি, প্রভাসের আলোচিত “কল্কি” সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে। ইতিমধ্যেই এটি ২০২৩-২৪ সালের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় শীর্ষ চারে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন -  Pushpa 2 Collection: ৫ দিনে আয় কত কোটি? জানুন বিস্তারিত

সপ্তাহ শেষে আয়ের পরিমাণ:
“পুষ্পা ২: দ্য রুল” প্রথম দিনে ১৭৪.৯৫ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে এটি সংগ্রহ করে ৯৩.৮ কোটি টাকা, তৃতীয় দিনে ১১৯.২৫ কোটি টাকা এবং চতুর্থ দিনে আয় করে ১৪১.০৫ কোটি টাকা। পঞ্চম দিনে সিনেমাটি আয় করে ৬৪.৪৫ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে ৫১.৫৫ কোটি টাকা। সপ্তম দিনে ছবিটি সংগ্রহ করে ৪১ কোটি টাকা।

আরও পড়ুন -  Gold Price Update: সোনার দাম হঠাৎ কমেছে, ১০ গ্রাম সোনার সর্বশেষ দাম জানুন

সপ্তাহ শেষে “পুষ্পা ২”-এর মোট আয় দাঁড়িয়েছে ৬৮৬ কোটি টাকা।
আল্লু অর্জুনের এই ব্লকবাস্টার সিনেমাটি প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে এবং দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে।