BSNL-এর দুর্দান্ত অফার, ৫০০+ টিভি চ্যানেল এবার বিনা সেট টপ বক্সেই!

Published By: Khabar India Online | Published On:

BSNL-এর দুর্দান্ত অফার, ৫০০+ টিভি চ্যানেল এবার বিনা সেট টপ বক্সেই!

কম খরচে উন্নত পরিষেবা প্রদানে, এবার স্কাইপ্রো (Skypro)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে BSNL নিয়ে এলো নতুন IPTV পরিষেবা।

বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির সঙ্গে টেলিকম দুনিয়ায় এসেছে একের পর এক নতুন সুযোগ। জিও, এয়ারটেল, ভোডাফোনের মতো কোম্পানিগুলি নানা আকর্ষণীয় পরিকল্পনা চালু করেছে গ্রাহকদের জন্য। তবে এই প্রতিযোগিতার মধ্যেও ভারতের একমাত্র সরকারি টেলিকম সংস্থা BSNL এমন একটি অনন্য পরিষেবা নিয়ে এসেছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য হয়ে উঠতে পারে এক বিশাল সুযোগ।

আরও পড়ুন -  BSNL-এর ১০০ টাকার কমে ৫টি সেরা রিচার্জ প্ল্যান, থাকছে আনলিমিটেড কল ও ফ্রি ইন্টারনেট

BSNL-এর নতুন IPTV পরিষেবার মাধ্যমে গ্রাহকরা খুব কম খরচে ৫০০-র বেশি টিভি চ্যানেল এবং ১৪টি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সুবিধা উপভোগ করতে পারবেন। এর জন্য কোনো সেট টপ বক্সের প্রয়োজন হবে না।

আরও পড়ুন -  রিচার্জে পাবেন ২৮ দিনের বৈধতা BSNL, বিনামূল্যে ভয়েস কল সাথে আনলিমিটেড ইন্টারনেট

এই পরিষেবা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রথম ধাপে চন্ডীগড়ে ৮,০০০ গ্রাহকের ওপর এই প্রযুক্তি পরীক্ষা করছে BSNL। সংস্থার দাবি, পরীক্ষায় সাফল্য পেলে খুব শীঘ্রই এই পরিষেবা সারা দেশে চালু করা হবে।

আরও পড়ুন -  BSNL 5G: একটা বড় আপডেট, কোথায় চালু হবে নতুন BSNL 5G

কম খরচে টিভি চ্যানেল এবং OTT পরিষেবা একসঙ্গে পেতে BSNL-এর এই উদ্যোগ গ্রাহকদের জীবনে এনে দেবে এক নতুন অভিজ্ঞতা। অপেক্ষা করুন এবং উপভোগ করুন ভারতের সরকারি টেলিকম সংস্থার নতুন চমক!