Toto License: পশ্চিমবঙ্গে টোটো চালাতে হলে এবার থেকে লাগবে লাইসেন্স, বড় ঘোষণা রাজ্য সরকারের

Published By: Khabar India Online | Published On:

Toto License: পশ্চিমবঙ্গে টোটো চালাতে হলে এবার থেকে লাগবে লাইসেন্স, বড় ঘোষণা রাজ্য সরকারের।

টোটো চালানোর ক্ষেত্রে এবার থেকে পরীক্ষার মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। রাস্তায় টোটোর কারণে যানজট এবং দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় কলকাতা এবং মফস্বল এলাকায় টোটো নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার টোটো সংক্রান্ত নতুন নীতি প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন -  Indonesia: নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক, আইন পাস হয়েছে

পরিবহণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, টোটোর রেজিস্ট্রেশন এবং চালকের লাইসেন্স বাধ্যতামূলক করা হবে। ইতিমধ্যেই প্রতিটি জেলায় এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশ লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, এবার থেকে টোটোর রেজিস্ট্রেশন এবং পারমিট বাধ্যতামূলক হবে। টোটোগুলিতে কিউআর কোড এবং নির্দিষ্ট নম্বরযুক্ত স্টিকার ব্যবহার করতে হবে। প্রথম ধাপে, ব্যাটারি চালিত টোটো এবং অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স নিশ্চিত করা হবে। ১৮ বছরের কম বয়সীদের লাইসেন্স দেওয়া হবে না, কারণ নাবালক চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন -  বোতামহীন শার্টে ক্যাটরিনা কাইফের বোল্ড ফটো শ্যুটঃ ছবিগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছে

এছাড়াও, টোটোর নির্দিষ্ট রুট নির্ধারণ করা হচ্ছে, যা যানজট ও দুর্ঘটনার হার কমাতে সাহায্য করবে। রেজিস্ট্রেশনের জন্য চালকদের বিশেষ পরীক্ষায় অংশ নিতে হবে। দশদিনের এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন করলে তবেই তাদের লাইসেন্স দেওয়া হবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২রা ডিসেম্বর, রাশিফল দেখুন

উল্লেখ্য, বাঁকুড়া পুরসভা এলাকায় ৭০০ টোটোর জন্য পুরসভার বিশেষ নম্বর ও কোড যুক্ত করা হয়েছে। তবে, অতিরিক্ত টোটোর কারণে যানজটের সম্ভাবনা থাকায় আরও ১৩০০টি আবেদনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই নতুন নীতির মাধ্যমে পশ্চিমবঙ্গের রাস্তায় টোটো চলাচল আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।