Viral Video: স্টাইলিশ পোশাকে রাশা থাডানির মিষ্টি পোজ, নেটিজেনরা বলছেন, ‘সো হট!’

Published By: Khabar India Online | Published On:

Viral Video: স্টাইলিশ পোশাকে রাশা থাডানির মিষ্টি পোজ, নেটিজেনরা বলছেন, ‘সো হট!’

ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে এক ভিডিও, যেখানে বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি তাঁর মোহনীয় স্টাইল ও সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। ভিডিওটি ইতিমধ্যেই ৭৫ হাজারের বেশি লাইক পেয়েছে এবং ব্যাপক সাড়া ফেলেছে।

৪৬-এর দোরগোড়ায় সৌন্দর্যের জাদু
বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন দীর্ঘদিন ধরে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্ব ধরে রেখেছেন। বয়সের প্রায় ৫০-এর ঘরে পা রাখা সত্ত্বেও তাঁর উপস্থিতি এবং আকর্ষণীয় রূপের প্রশংসা করেন বহু ভক্ত। চার সন্তানের মা হওয়া সত্ত্বেও রবীনার সৌন্দর্য অনেক আধুনিক অভিনেত্রীদের হার মানায়।

রাশা থাডানি: মায়ের মতোই মোহময়ী
রবীনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি তাঁর মায়ের মতোই সুন্দরী এবং আকর্ষণীয়। ২০০৪ সালে অনিল থাডানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর রবীনার দুই সন্তান হয়। তাঁর কনিষ্ঠতম সন্তান রাশা, যিনি ইতিমধ্যেই সৌন্দর্য ও স্টাইল স্টেটমেন্টের জন্য পরিচিত হয়ে উঠেছেন।

ভাইরাল ভিডিওতে রাশার লুক
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে রাশাকে একটি প্রিন্টেড ব্রালেট ও লং প্যান্টে দেখা গেছে। মিষ্টি হাসি দিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি। তাঁর স্টাইলিশ লুক ও সৌন্দর্য ইন্টারনেটে ঝড় তুলেছে। ভিডিওটি দেখে একজন নেটিজেন কমেন্ট করেছেন, ‘সি ইজ সো হট’, আবার আরেকজন লিখেছেন, ‘ভেরী বিউটিফুল’।

রাশার সৌন্দর্য এবং ক্যারিশমা শুধু নেটিজেনদেরই নয়, পাপারাজিদেরও প্রিয়। তাঁর এই লুক এবং উপস্থিতি যে ভবিষ্যতে আরও বেশি নজর কাড়বে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন -  Raveena Tandon: ‘টিপ টিপ বার্ষা পানি’তে রবিনা ট্যান্ডন বিদেশি নাচের দলের সঙ্গে, অভিনেত্রীর ভক্তরা পাগল