Krishak Bandhu Scheme: নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে টাকা পৌঁছাবে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published By: Khabar India Online | Published On:

Krishak Bandhu Scheme: নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে টাকা পৌঁছাবে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষক বন্ধু প্রকল্প:

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় ঘোষণা করেছেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের কৃষকদের জন্য রেকর্ড অর্থ বরাদ্দ করেছেন তিনি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৪-২৫ সালের রবি মরশুমের জন্য ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষকের জন্য মোট ২৯৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামীকালই এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।

আরও পড়ুন -  15th President of India: শপথ নিলেন দ্রৌপদী মুর্মু, ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে

কৃষকদের জন্য বাড়তি সহায়তা
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে নতুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকদের জন্য ৫৮৫৯ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৯ সাল থেকে এই প্রকল্পের আওতায় ভাগচাষী এবং বর্গাদারদের জন্য ২১,১৩৪ কোটি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। এই পুরো অর্থ রাজ্যের তহবিল থেকে এসেছে, কারণ কেন্দ্রীয় সরকার এর জন্য কোনো আর্থিক সহায়তা দেয়নি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

শস্য বীমায় বিশেষ উদ্যোগ
মুখ্যমন্ত্রী শস্য বীমা প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দের ঘোষণাও করেছেন। তিনি জানান, প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা বা শস্য ক্ষতির মতো পরিস্থিতিতে ১ কোটি ২ লক্ষ কৃষকের জন্য ৩২২১ কোটি টাকা সহায়তা প্রদান করা হবে। শস্য বীমার সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ৬৫ লক্ষ কৃষক এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন।

আরও পড়ুন -  ভারতে লাগাতার ৩৭ দিন আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি

আলুর দাম নিয়ে কড়া বার্তা
সাংবাদিক বৈঠকে আলুর দাম বাড়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজ্যের উৎপাদিত আলু ভিন রাজ্যে পাঠিয়ে মুনাফা বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, যার ফলে রাজ্যের বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। মমতা বলেন, “আমার নিজের রাজ্যের মানুষদের আগে খেতে দাও। তারপর যা বাঁচে, সেটা বাইরে পাঠানো যাবে। বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা করার চেষ্টা চলবে না।”

আরও পড়ুন -  "গরমে স্বাস্থ্যবান থাকার জন্য প্রয়োজনীয় লাইফস্টাইল পরিবর্তন"

তিনি আরও বলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য শস্য বীমার ব্যবস্থা করলেও আলু ব্যবসায়ীদের অসাধু কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আলু রপ্তানির নিয়ন্ত্রণ বজায় রেখে বাংলার মানুষের জন্য সুলভ মূল্যে আলু সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।