Viral Video: ডিপনেক ক্রপটপে লাস্যময়ী মালাইকা অরোরা, পাপারাজিদের সামনে পোজ দিয়ে মাতালেন ভক্তদের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

Viral Video: ডিপনেক ক্রপটপে লাস্যময়ী মালাইকা অরোরা, পাপারাজিদের সামনে পোজ দিয়ে মাতালেন ভক্তদের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল।

ভাইরাল ভিডিও:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা একাধারে নিজের ফিটনেস, স্টাইল এবং সৌন্দর্য দিয়ে বরাবরই ভক্তদের মন জয় করেছেন। তার শরীরী আবেদন যেমন প্রশংসা কুড়োয়, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও সর্বদা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। বয়স বাড়লেও, মালাইকার ফিটনেস এবং তারুণ্য আজও অটুট। সম্প্রতি, তার নতুন এক ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  Viral: কি কান্ড ঘটালেন বর, বিয়ের মন্ডপে বউকে নিয়ে যেতে গিয়েই, মিডিয়ামহল হাসছে

মালাইকার নতুন লুকে চমক
এই ভাইরাল ভিডিওতে মালাইকা ধরা দিয়েছেন একেবারে ভিন্ন রূপে। মুম্বাইয়ের একটি জনপ্রিয় ক্যাফের সামনে পাপারাজিদের ক্যামেরায় বন্দি হন তিনি। ভিডিওতে দেখা যায়, মালাইকা পরেছেন কালো রঙের ডিপনেক ক্রপটপ ও জিন্সের প্যান্ট। তার সাদামাটা অথচ আবেদনময়ী এই লুক, বিশেষ করে ডিপনেক ক্রপটপে ক্লিভেজ ফ্লান্ট করা পোজ, দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরপরই ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যেই ২২ হাজারেরও বেশি লাইক পেয়েছে ভিডিওটি। মালাইকার এই নতুন লুক দেখে তার ফ্যানেরা যেমন উচ্ছ্বসিত, তেমনি অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার স্টাইল, আত্মবিশ্বাস এবং ক্যামেরার সামনে সহজাত স্বাচ্ছন্দ্য তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

মালাইকা অরোরার জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক স্তরেও তিনি পরিচিত মুখ। তার প্রতিটি নতুন লুক বা ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে। মালাইকার এই ভাইরাল ভিডিওটিও তার ব্যতিক্রম নয়। আপনি যদি এখনও এই ভিডিও না দেখে থাকেন, তবে এখনই দেখে নিতে পারেন এবং উপভোগ করতে পারেন তার নতুন স্টাইলিশ লুক।

আরও পড়ুন -  এ বছর অক্টোবর মাসে জিএসটি বাবদ মোট রাজস্ব সংগ্রহের পরিমাণ ১ লক্ষ ৫ হাজার ১৫৫ কোটি টাকা

এমন লাস্যময়ী উপস্থিতি এবং অনন্য স্টাইলের জন্য মালাইকা অরোরা যেন সবসময়ই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায় শীর্ষে থাকেন।