Gori Nagori: গোরি নাগোরির সাহসী লেহেঙ্গা-চোলি ডান্স, দেখেই মুগ্ধ ভক্তরা!

Published By: Khabar India Online | Published On:

Gori Nagori: গোরি নাগোরির সাহসী লেহেঙ্গা-চোলি ডান্স, দেখেই মুগ্ধ ভক্তরা!

স্বপ্না চৌধুরী, সুনিতা বেবি, মুসকান বেবি, পায়েল চৌধুরী, রচনা তিওয়ারির মতো একাধিক সাহসী নৃত্যশিল্পীর হাত ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে সাহসী ডান্স ভিডিও। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। হাস্যকর ঘটনা থেকে শুরু করে পশু-পাখির ভিডিও, সবই মুহূর্তে ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে। এরই মাঝে বিশেষভাবে নজর কাড়ছে ভারতীয় সাহসী যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও।

আরও পড়ুন -  মাল্যদান করে ভোট প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু

সোশ্যাল মিডিয়ায় নিজেদের জনপ্রিয়তা ও ফ্যান ফলোয়ার্স বাড়াতে ভারতীয় যুবতীরা আজকাল নানা সাহসী পদক্ষেপ নিচ্ছেন। শুধু জনপ্রিয়তা অর্জন নয়, লক্ষাধিক টাকা আয় করার উদ্দেশ্যেও অনেকে সাহসী কনটেন্ট শেয়ার করছেন। তবে এই ট্রেন্ডের অন্যতম পথিকৃৎ হলেন হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পীরা। স্বপ্না চৌধুরী, সুনিতা বেবি, মুসকান বেবি এবং পায়েল চৌধুরীর মতো শিল্পীদের হাত ধরে সাহসী নাচের ভিডিও এখন তুমুল জনপ্রিয়তা পাচ্ছে।

আরও পড়ুন -  স্টেজ কাঁপিয়ে দিলেন রাজস্থানের গোরি নাগোরি সবুজ লেহেঙ্গায়, দেখে নিন ভিডিও, VIDEO

এরই মধ্যে যারা বিশেষভাবে আলোচনায় এসেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন গোরি নাগোরি। হরিয়ানার এই হট নৃত্যশিল্পীকে বলা যায় ডিজিটাল প্ল্যাটফর্মের কুইন। তার অসংখ্য ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আর তার জনপ্রিয়তা অনেক বলিউড তারকার চেয়েও বেশি। গোরি নাগোরির আকর্ষণীয় ফিগার এবং সাহসী পারফরমেন্স মন্ত্রমুগ্ধ করেছে ভক্তদের। খোলা স্টেজে তার উত্তপ্ত নাচ আর জল ছিটিয়ে পারফর্ম করার দৃশ্য সবাইকে মাতিয়ে রেখেছে।

আরও পড়ুন -  Chhat puja: ছট্ পূজোর সামগ্রী তুলে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

বর্তমানে গোরি নাগোরির “থুমকা” গানটি ইউটিউবে তুমুল ভাইরাল হয়েছে। এই গানে তার আইটেম ডান্স দেখে বিনোদনপ্রেমীরা যেন আরও উজ্জীবিত হয়ে উঠছেন। ভিডিওটি ইতিমধ্যেই তিন লক্ষের বেশি বার দেখা হয়েছে। লাবণ্যময়ী গোরি নাগোরির এই উত্তপ্ত পারফরমেন্স দেখে দর্শকেরা সত্যিই মুগ্ধ।

নীচে রইল ভাইরাল ভিডিওর লিংক, এটি একবার দেখলেই বুঝবেন কেন গোরি নাগোরি এত জনপ্রিয়!