Monalisa: খাট ভাঙা ডান্স করলেন মোনালিসা ‘দিয়া গুল কারা রানি’- গানে, এখন সেই ভিডিও ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়

Published By: Khabar India Online | Published On:

Monalisa: খাট ভাঙা ডান্স করলেন মোনালিসা ‘দিয়া গুল কারা রানি’- গানে, এখন সেই ভিডিও ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়।

বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা ও সুপারস্টার পবন সিংয়ের একটি রোমাঞ্চকর গানের ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। তাঁদের হিট গান ‘দিয়া গুল কারা রানি’ ভিডিওটি ভাইরাল হওয়ায় নেটিজেনদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে। ভিডিওটিতে মোনালিসার নাচ ও সাহসী উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে অসংখ্য দর্শকের। গানের দৃশ্যে মোনালিসা ও পবন সিংয়ের কেমিস্ট্রি এবং তাদের মনোমুগ্ধকর পারফরম্যান্স সবাইকে মোহিত করছে।

আরও পড়ুন -  ধিক্কার সমাবেশ

বর্তমান প্রজন্ম থেকে শুরু করে সকল বয়সের মানুষই এখন ভোজপুরি গানের প্রতি আকৃষ্ট। বিয়েবাড়ি কিংবা অন্য যেকোনো অনুষ্ঠানে ভোজপুরি গানের সুরে মাতোয়ারা হচ্ছেন দর্শকরা। অল্প সময়ে বিনোদন উপভোগ করতে অনেকেই বেছে নিচ্ছেন ভোজপুরি রোমান্টিক গানের ভিডিও, যা নতুন করে বিনোদনের এক ভিন্নমাত্রা এনে দিয়েছে।

আরও পড়ুন -  Monalisa: ফুলশয্যা ক্যামেরার সামনেই, ঝুমা বৌদি বিয়ে করেন ‘বিগ বসে’, কেন?

সম্প্রতি মোনালিসা, আম্রপালি, অক্ষরা সিং, অঞ্জনা সিং-এর মতো জনপ্রিয় অভিনেত্রীদের সৌজন্যে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বলিউডের পাশাপাশি ভোজপুরি সিনেমাও এখন বেশ আলোচিত। মোনালিসা ও পবন সিংয়ের এই ভিডিও দেখুন এবং উপভোগ করুন তাদের মনোমুগ্ধকর কেমিস্ট্রি।

আরও পড়ুন -  Neha Dhupia: গর্ভে এসে গিয়েছিল সন্তান, বিয়ের আগেই, ৭২ ঘন্টায় সাহসী সিদ্ধান্ত নিয়েছিলো নেহা