BHOJPURI: ইন্টারনেটে ঝড় তুলছে স্বপ্না চৌধুরী ও মনিকা চৌধুরীর যুগলবন্দী নাচ, অবাক দর্শকরা

Published By: Khabar India Online | Published On:

BHOJPURI: ইন্টারনেটে ঝড় তুলছে স্বপ্না চৌধুরী ও মনিকা চৌধুরীর যুগলবন্দী নাচ, অবাক দর্শকরা।

বর্তমানে হরিয়ানভি স্টেজ শো ভিডিওগুলো ইন্টারনেটে খুবই জনপ্রিয়। ডিজিটাল যুগে গোটা বিশ্বে বিনোদন মাধ্যমেও এসেছে ব্যাপক পরিবর্তন। ভারতেও এই ডিজিটাল প্লাবনের প্রভাব স্পষ্ট, আর স্মার্টফোন হাতে থাকায় আট থেকে আশি সবাই ইউটিউবে বিভিন্ন বিনোদনমূলক ভিডিও দেখছেন। ইউটিউব এখন হরিয়ানভি নাচের ভিডিওতে পরিপূর্ণ, যেখানে মুহূর্তেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন -  Tolabaaz: এবার উলোট পুরাণ হাওড়ায়, তোলাবাজকে গণধোলাই দিলেন মহিলারা

হরিয়ানভি ড্যান্সারদের স্টেজ শো ভিডিও খুব সহজেই পাওয়া যায় ইউটিউবে, আর এই ড্যান্সারদের মধ্যে জনপ্রিয়তার শিখরে রয়েছেন স্বপ্না চৌধুরী। সম্প্রতি তাঁর পাশাপাশি মনিকা চৌধুরীও জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছেছেন। তাঁদের যুগল নাচের এক বিশেষ ভিডিও এখন ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলেছে।

আরও পড়ুন -  তৃণমূল পদ প্রার্থী ঘরের মেয়ে শম্পা দাঁ, নির্বাচনী প্রচারে

এই ভাইরাল ভিডিওতে দেখা যায়, হরিয়ানভি কুইন স্বপ্না চৌধুরী এবং মনিকা চৌধুরী একসাথে স্টেজে নাচ করছেন। সাদা-লাল সালোয়ার সুটে স্বপ্না এবং লেহেঙ্গা চোলিতে মনিকা তাঁদের নাচের কায়দায় উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। ইন্টারনেট দুনিয়ায় জনপ্রিয় হওয়া এই ভিডিও দেখতে চাইলে ইউটিউবেই খুঁজে নিতে পারেন।

আরও পড়ুন -  রচনা তিওয়ারি হট ডান্স করে ফ্যানদের নিয়ন্ত্রণহীন করলেন, ভিডিও ভাইরাল