রণজয়ের প্রেমিকার তালিকায় চমক!

Published By: Khabar India Online | Published On:

রণজয়ের প্রেমিকার তালিকায় চমক!

রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) টেলিপাড়ার অতি পরিচিত নায়ক। অনেক ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। কিন্তু সম্প্রতি প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারের বিয়ের পর বেশি করে লাইমলাইটে রয়েছে অভিনেতা। বিচ্ছেদ ও সোহিনীর বিয়ের পর মাথা তুলে দাঁড়িয়েছে একাধিক বিতর্ক। সোহিনী কিন্তু রণজয়ের প্রথম নন। আগে  বহুবার প্রেমে পড়েছেন অভিনেতা। তাঁর প্রেমিকার তালিকা লম্বা।

আরও পড়ুন -  Suu Kyi: সু চির আপিল নাকচ

শোনা যায়, অস্মিতা মুখোপাধ্যায়ের সাথে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। ২০০৯ থেকে ২০১০ পর্যন্ত ছিল সে সম্পর্ক। এরপর অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সাথে সম্পর্ক অভিনেতা। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত একসঙ্গে থাকার পর সে সম্পর্কও ভাঙে রণজয়ের। সম্প্রতি নাম না করে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ করতেও দেখা গিয়েছিল সায়ন্তনীকে। সায়ন্তনীর পর রণজয়ের জীবনে এসেছে শিবাঙ্গী শর্মা। এক বছরেই বিচ্ছেদ হয়ে যায়।

আরও পড়ুন -  Madhurima Basak: শিরিন কি বললেন? ‘গুড্ডি’-র পরকীয়া নিয়ে

তারপর অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডলের সাথে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন রণজয়। এব কোনো অজানা কারণে ভেঙে যায় প্রেম। তারপর রণজয় সম্পর্কে জড়ান মডেল অন্তরা চৌধুরীর সাথে। এবারে মাসখানেক পরেই ইতি ঘটে সেই সম্পর্কের। তারপরেই সোহিনীর সাথে পরিচয় রণজয়ের। পাহাড়ে ‘জাজমেন্ট ডে’ এর শুটিংয়ে গিয়ে বিছুটি পাতা হাতে অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

আরও পড়ুন -  আবার এসো মা

২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চুটিয়ে প্রেম করেছেন দুজনে। কিন্তু কেউই লুকিয়ে রাখেননি সম্পর্কটা। শেষমেষ টিকলো না এই প্রেমটাও। সোহিনী বিয়ে করলেও ২০২৩ সালটা সিঙ্গেলই কাটিয়েছিলেন রণজয়। বর্তমানে শোনা যাচ্ছে ‘গুড্ডি’ সহ অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলীর সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি রণজয়।