Dance Video: রচনা তিওয়ারি মঞ্চে নিজের সালোয়ার তুলে নাচ করলেন, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

Published By: Khabar India Online | Published On:

Dance Video: রচনা তিওয়ারি মঞ্চে নিজের সালোয়ার তুলে নাচ করলেন, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না।

এখন নতুন প্রজন্মের সামনে সোশ্যাল মিডিয়া হচ্ছে প্রধান একটি হাতিয়ার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিভা সবার কাছে তুলে ধরে। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধ্যান ধারণা মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ। আপনি যদি একটু ভেবে দেখেন, মুঠোফোনের সাহায্যে বাড়িতে বসে সৎপথে রোজগার করা যায়। আব শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারা যায় অতি সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই তাঁদের নিজেদের প্রতিভাকে প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আরও পড়ুন -  সমুদ্র পাড়ে নোরা ফাতেহির ভেজা পোশাকে উষ্ণ নাচে তোলপাড়, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ভাইরাল হয়। বর্তমানে অন্যান্য গানের সঙ্গে এই ধরনের হারিয়ানভি গানের বেশ চাহিদা রয়েছে, সেই গানের তালে তালে নাচতে ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা।

সোশ্যাল মিডিয়ায় অনেক মাধ্যম রয়েছে যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক ও youtube এর মাধ্যমে ভিডিওগুলো সব ঘরে ঘরে পৌঁছে যায়, আগেও আমরা খেয়াল করেছি রানাঘাটে রানু মণ্ডল, বাদাম বাদাম গানে বিখ্যাত হওয়া। আপনিও যদি চান নিজের প্রতিভাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাহলে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন। তাহলে আলাদা করে মানুষের কাছে পৌঁছানো নিয়ে চিন্তা পড়তে হব না।

আরও পড়ুন -  পশ্চিমবঙ্গে জল জীবন মিশনের রূপায়ণ পর্যালোচনা করেছে জল শক্তি মন্ত্রক

রচনা তিওয়ারি, হরিয়ানভি ইন্ডাস্ট্রিতে বেশ নাম করে ফেলেছেন কঠোর পরিশ্রম করে। আজকে একটা অসাধারণ স্টেজ পারফরমেন্স নিয়ে এলাম। অসাধারণ চাবুক ফিগার দেখে দর্শকরা ফিদা হয়ে গেছেন। কখন তিনি স্টেজে উঠে নাচ দেখাবেন, এই অপেক্ষায় থাকেন প্রত্যেকেই। তিনি একবার স্টেজে ওঠার পর দর্শকরা চোখ ফিরিয়ে রাখতে পারে না। তারাও তার সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে নাচ শুরু করে দেন।

আরও পড়ুন -  Penalty Goal: মেসিকে খোঁচা তসলিমার, ‘পেনাল্টি গোল কৃতিত্বের নয়’

‘রচনা তিওয়ারি সোনটেক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই ৩ মাস আগে রচনা তিওয়ারির এই নাচের ঝলকটি শেয়ার হয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার নাচ পৌঁছে গিয়েছে প্রায় ৪ লক্ষ মানুষের সামনে।

সাথে রয়েছে কমেন্ট। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় উপচে পড়ে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে রচনা তিওয়ারিকে হরিয়ানভি গান ‘তেরি নাচাই নাচু’ গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন। দেখে ফেলুন নাচের ভিডিও।