এটিএম থেকেই মিলবে চাল, বড় নজির এই রাজ্যে।
ব্যাংক থেকে টাকা তোলার জন্য এখন আর কাউকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না, কারণ এটিএম কার্ড থাকলেই সহজেই টাকা তোলা যায়। এবার ঠিক একই পদ্ধতিতে রেশনের চালও পাওয়া যাবে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, ওড়িশায় চালু হতে চলেছে ভারতের প্রথম রাইস এটিএম (Rice ATM)।
এই নতুন ব্যবস্থার মাধ্যমে, রেশন গ্রাহকরা এখন থেকে এটিএম মেশিন থেকে চাল নিতে পারবেন। ভারতের প্রথম ২৪x৭ খাদ্যশস্য বিতরণ মেশিনটি ওড়িশার মঞ্চেশ্বর এলাকায় স্থাপন করা হয়েছে, যা অন্নপূর্ণা শস্য এটিএম নামে পরিচিত। এই এটিএম মূলত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরও স্বচ্ছ ও সময় সাশ্রয়ী করতে ডিজাইন করা হয়েছে।
রাইস এটিএম ব্যবহার করতে গ্রাহকদের প্রথমে বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করতে হবে। এরপর টাচ স্ক্রিনে রেশন কার্ডের নম্বর এন্টার করলে, মেশিন থেকে ২৫ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করা যাবে। এই উদ্যোগটি রেশন ব্যবস্থার দীর্ঘ লাইনের সমস্যার সমাধান করবে এবং গ্রাহকদের জন্য রেশন সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ করবে।