বাংলাদেশের সর্বাধিক ক্ষমতাশালী ব্যক্তি সেনাপ্রধান ওয়াকার উজ জামান!

Published By: Khabar India Online | Published On:

বাংলাদেশের সর্বাধিক ক্ষমতাশালী ব্যক্তি সেনাপ্রধান ওয়াকার উজ জামান!

বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে টালমাটাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ফলে দেশজুড়ে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন যখন তীব্র সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়, তখন বাধ্য হয়ে ইস্তফা দিতে হয় প্রধানমন্ত্রী হাসিনাকে। তাঁর পদত্যাগের পর দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান ওয়াকার উজ জামান (Waqar uz Zaman) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন।

আরও পড়ুন -  Hackers: হ্যাকারদের নজরে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা

ওয়াকার উজ জামান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। কে এই ওয়াকার উজ জামান, যিনি হঠাৎ করেই দেশের গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসীন হলেন?

১৯৬৬ সালে শেরপুরে জন্মগ্রহণ করা ওয়াকার উজ জামান মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। তাঁর সামরিক জীবন সাড়ে তিন দশকেরও বেশি দীর্ঘ, যেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ পদেও নিযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন -  পরপর দু'দিন দেশে ৫ লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে

২০২৪ সালের ২৩ জুন ওয়াকার উজ জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি দেশের সর্বাধিক ক্ষমতাশালী ব্যক্তি হয়ে ওঠেন। আগামী তিন বছর তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে সেনাবাহিনীর শাসনেও দেশে অস্থিরতা অব্যাহত রয়েছে। চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড়।

আরও পড়ুন -  Internet shutdown: শীর্ষে ভারত, পঞ্চম বাংলাদেশ, ইন্টারনেট বন্ধে

১ জুলাই বাংলাদেশে ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু ছাত্রছাত্রীর মৃত্যু হয়। হাসিনার পদত্যাগের দিনেই প্রায় ১৩৫ জনের মৃত্যু ঘটে। ২১ জুলাই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার উদ্যোগ নেওয়া হচ্ছে।