Gold Price: কিছুটা স্বস্তি দিয়েছে আজ সোনার দাম, শনিবার দরদাম কি বলছে?
আমাদের প্রতিদিন জীবনে কিছু খবর রাখতে হয়। তার মধ্যে হচ্ছে দৈনিক সোনা (Gold Price) ও রূপোর দাম। সোনা এমন একটি ধাতু যার দামে উত্থান পতন সব সময়ে হচ্ছে। আবার অনেকেই সোনায় বিনিয়োগ করেন। তাদের জন্য ও যারা সোনার গয়না কিনবেন ভাবছেন।
নানান অনুষ্ঠানের জন্য সোনা কেনার সাথে আবার যারা সোনায় বিনিয়োগ করেন,তারা জানেন প্রতিদিন সোনার দামে হেরফের হয়। আজ ৩ রা জুলাই, শনিবার কলকাতায় কত চলছে সোনার দরদাম?
আজ শনিবার সোনার দাম এই রকম
শুক্রবার কেজি প্রতি দাম ছিল ৭,০৬,৯০০ টাকা। শনিবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,০৫৮ টাকা, কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,০৫,৮০০ টাকা।
শুক্রবার ১ কেজি সোনার দাম রয়েছে ৬,৪৮,০০০ টাকা। শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৪৭০ টাকা। কেজি প্রতি সোনার দাম আজ রয়েছে ৬,৪৭,০০০ টাকা।
শুক্রবার সোনার দাম রয়েছে কেজি প্রতি ৫,৩০,২০০ টাকা। আজ শনিবার ১ কেজি ১৮ গ্রাম সোনার দাম রয়েছে ৫,২৯,৪০০ টাকা।
আজ শুক্রবার রূপোর দরদাম
শুক্রবার রূপোর দাম ছিল কেজি প্রতি ৮৬,৫০০ টাকা।
শনিবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৫,৫০০ টাকা।