‘পুবের ময়না’র ঐশানী শুটিং শেষ করে রাতে পড়াশোনা করেন, তিনি এখন কোন ক্লাসে পড়ে!

Published By: Khabar India Online | Published On:

‘পুবের ময়না’র ঐশানী শুটিং শেষ করে রাতে পড়াশোনা করেন, তিনি এখন কোন ক্লাসে পড়ে!

গত মাসে জি বাংলায় বেশ কয়েকটি নতুন সিরিয়াল চালু হয়েছে। তার মধ্যে একটি হল ‘পুবের ময়না।‘ “অষ্টমী” সন্ধ্যা 6 টায় শেষ হওয়ার পর শুরু হয় এই সিরিয়াল। বিপদ থেকে বাঁচতে ওপার থেকে এপার বাংলার ছুটে আসা একটি মেয়ে। এরপর তিনি কলকাতায় বনেদি পরিবারে স্থায়ী হন। এক পরিস্থিতিতে বিয়ে হয়ে যায় সেই বাড়ির ছেলের সঙ্গে। এই সিরিয়ালে প্রথমবার জুটি বেঁধেছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশানি দে।

ঐশানী ধারাবাহিকে অভিনয় এবং পড়াশোনা উভয়ই করছেন

ঐশানী ওপার বাংলার এক তরুণী মেয়ে ময়নার চরিত্রে অভিনয় করছেন। বাস্তবে তিনি এখনো ছোট। ঐশানী বর্তমানে ছাত্রী। সে কমলগাছির বিডি মেমোরিয়াল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আগামী বছর বোর্ডের পরীক্ষা। মেগা ধারাবাহিকে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: শ্রাবন্তী চ্যাটার্জীর আপত্তি নেই, ছেলে লিভ-ইন করলে

ঐশানী মতে, তার অভিনয় বা পড়াশোনা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। সে তার পড়াশোনাকে খুব গুরুত্বের সাথে নেয়। ঐশানী এক সাক্ষাৎকারে বলেন, কিছুদিন আগে তাঁর পরীক্ষা চলছিল। এদিকে রাতে শুটিং করি। রাতে আর ঘুমাতেন না। তারপর সকালে উঠে পরীক্ষা দিতে যাওয়া। তবে ঐশানী জানান, শুটের জায়গায় সকলেই খুব সাহায্য করেন। তিনি শুটেও বই নিয়ে যান। তবে ঐশানী বলেছিলেন যে সেটে সবাই খুব সহযোগিতা করেছিল। শুটেও বই নিয়ে যান।

আরও পড়ুন -  Pedicure: পেডিকিউর করুন ঘরে

ময়না বাংলাদেশের মেয়ে। তার কথাবার্তায় বাঙাল টান। এই ‘অ্যাকসেন্ট’টা করতে সমস্যা হয় না? ঐশানী বলেন, ওই অ্যাকসেন্টের জন্যই সমস্যা হচ্ছে তাঁর। তবে সেটে সকলেই খুব হেল্পফুল। পর্দার ময়না জানান, নায়ক গৌরব নিজে বরিশালের মানুষ। তিনিও সংলাপ বলার সময় সাহায্য করেন ঐশানীকে। পাশাপাশি ওপার বাংলার কিছু সিনেমা দেখে দেখেও ভাষাটা বোঝার চেষ্টা করছেন তিনি। সেটে সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে বলে জানান তিনি। আছে। আপনি এই “উচ্চারণ” সমস্যা হচ্ছে?

আরও পড়ুন -  Khushi Mukherjee: পোশাক ছাড়া দুধে আলতা শরীর দেখিয়ে ভাইরাল, বাঙালি মেয়ে খুশি মুখার্জি

ঐশানী বলেন, সমস্যা উচ্চারণ নিয়ে। তবে সেটে সবাই খুব সহযোগিতা করে।

যেভাবে তিনি অভিনয়ে এলেন

ঐশানী বলেন, অভিনয়ে তার পরিচয় গান গাওয়ার ওপর ভিত্তি করে। তখন তিনি পঞ্চম শ্রেণীতে পড়েন। ঐশানী জানান, চার বছর আগে তিনি সিরিয়াল করেছেন,

নটী বিনোদিনীর পর সিংহলগ্না সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়াও বড়পর্দাতেও কাজ করেছেন। তিনি অভিনয় করেছেন মুখোশ, ট্যাংরা ব্লুজ, হৃদপিণ্ড, ব্যোমকেশ এবং দুর্গ রহস্যের মতো ছবিতে। আসন্ন পদাতিক ছবিতে দেখা যাবে।